Malda Incident: ভেঙে পড়ল হোর্ডিং, আহত ২

জেলা

নিউজ পোল ব্যুরো: মালদা জেলার চাঁচল (Malda Incident: ভেঙে পড়ল হোর্ডিং, আহত ২) শহরের ব্যস্ততম ৩১ নম্বর জাতীয় সড়কের পোস্ট অফিস মোড় এলাকায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া অস্থায়ী অ্যাডিং গেট (Advertising Gate) আচমকাই ভেঙে পড়ল চলন্ত রাস্তার ওপর। সেই সময় গেটের নিচে পড়ে যান এক মোটরসাইকেল চালক (Motorcyclist) ও তার সহযাত্রী। দুর্ঘটনায় গুরুতর আহত হন তারা, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় তাদের মোটরবাইকও।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে যখন রাস্তায় যথেষ্ট যানবাহন চলাচল করছিল, তখনই হঠাৎ ওই অ্যাডিং গেটটি ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে (Chanchal Super Specialty Hospital) নিয়ে যান। তবে, এত বড় দুর্ঘটনার খবর পেয়েও পুলিশ ঘটনাস্থলে প্রায় দুই ঘণ্টা পর আসে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। পুলিশের এই ঢিলেমি মনোভাব নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা গেছে এলাকাবাসীর মধ্যে। আহত দুই ব্যক্তি মালদার (Malda Incident: ভেঙে পড়ল হোর্ডিং, আহত ২) হরিশ্চন্দ্রপুর থানার (Harishchandrapur Police Station) অন্তর্গত ভিঙ্গল গ্রামের বাসিন্দা। তারা বাইকে চড়ে চাঁচলের পাহাড়পুর এলাকায় যাচ্ছিলেন। সেই সময় রাস্তার ওপর দাঁড় করানো ওই গেটটি আচমকা ভেঙে তাদের গায়ের ওপর পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত (Injured) হন তারা, তাদের বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

আরও পড়ুন:Deocha Pachami: দেউচার বৈঠক ও অনুব্রতর অনুপস্থিতি, মুখ খুললেন কাজল

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা (Malda Incident: ভেঙে পড়ল হোর্ডিং, আহত ২ । আহত দুই ব্যক্তির পরিবারের সদস্য ও গ্রামবাসীরা পুলিশের (Police) বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। তাদের দাবি, এ ধরনের দুর্ঘটনা (Accident) রোধে প্রশাসনকে আরও কড়া পদক্ষেপ নিতে হবে এবং রাস্তার পাশে অননুমোদিত অ্যাডিং গেট বসানো সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।

আরও পড়ুন: Sunday Weather: কলকাতায় ঝোড়ো হাওয়া-বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি!

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/1AEWdBrGuF/