নিউজ পোল ব্যুরো: সোমবার আইপিএল ২০২৫ -এ (IPL 2025) দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (DC vs LSG) বিরুদ্ধে খেলছেন না কে এল রাহুল (KL Rahul)। খবর ছিল যেকোন মুহূর্তে সন্তান প্রসব করতে পারেন ক্রিকেটারের স্ত্রী অভিনেত্রী আথিয়া শেঠি। তাই ব্যক্তিগত কারণে রবিবার রাতেই দিল্লি টিম ম্যানেজমেন্টের থেকে বিশেষ অনুমতি নিয়ে (Delhi Capitals) মুম্বই ফিরেছিলেন তিনি। আর এদিন সন্ধ্যাতেই বাবা হলেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান।
আরও পড়ুন: KL Rahul: দিল্লির প্রথম ম্যাচে নেই রাহুল
সোমবার সন্ধ্যায় সমাজ মাধ্যমে একই ছবি পোস্ট করে কন্যাসন্তান জন্মের কথা জানিয়েছেন এই তারকা দম্পতি। ২০২৩ সালের জানুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সুনীল শেঠী তনয়া এবং কে এল রাহুল। গত বছর নভেম্বরে জানা যায় আথিয়া সন্তান সম্ভবা। আইপিএলের মাঝেই বাবা হবেন রাহুল (KL Rahul)। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে বাড়ি ফিরেই স্ত্রীর সঙ্গে সময় কাটান রাহুল।

রবিবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে দিল্লির নয়া অধিনায়ক অক্ষর প্যাটেল জানিয়েছিলেন, “রাহুল (KL Rahul) দলের সঙ্গে যোগ দিয়েছেন কিন্তু লখনউয়ের বিরুদ্ধে ও খেলবে কিনা এখনই বলতে পারব না। ও শারিরীক এবং মানসিকভাবে কতটা প্রস্তুত তা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।“ গত মরশুমে সঞ্জীব গোয়েংকার লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন রাহুল। কিন্তু আশানুরূপ ফল না হওয়ায় এবারে তাঁকে ছেড়ে দেয় এলএসজি।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এবারের মেগা নিলামে ১৪ কোটি টাকায় এই ডানহাতি উইকেট রক্ষক ব্যাটসম্যানকে (KL Rahul) দলে নেয় দিল্লি। প্রথমে শোনা গিয়েছিল তাঁকেই দিল্লির অধিনায়ক করা হবে। কিন্তু পরে শোনা যায় তিনি একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে চান। তাই অক্ষরকে নেতৃত্বভার দেয় ডিসি ম্যানেজম্যান্ট। এবার আইপিএলের মাঝেই এল সুখবর। জানা গিয়েছে আগামী ৩০ মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন রাহুল।