নিউজ পোল ব্যুরো: সম্প্রতি Sapphire Dance Company-এর আয়োজনে এবং তার প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট নৃত্যশিল্পী (Dancer) ও কোরিওগ্রাফার (Choreographer) সুদর্শন চক্রবর্তীর নির্দেশনায়, জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হল তাদের বার্ষিক নৃত্য অনুষ্ঠান Sapphire Annual Gala। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই নৃত্য সংস্থা এই বছর ৩৩ বছর পূর্ণ করলো। তবে ২০২৪ সালে তারা বিশেষভাবে উদযাপন করলো ৩২ বছরের অসাধারণ যাত্রা, যার মধ্যে ছিল নানা নৃত্য প্রোডাকশনের উপস্থাপনা।
এই অনুষ্ঠানের প্রথম পর্বে নৃত্যশিল্পীরা Sapphire Creations-এর ৩২ বছরের বিভিন্ন প্রোডাকশনের (Production) অংশবিশেষ একত্রিত করে কোলাজ আকারে উপস্থাপন করেন। দর্শকরা দেখতে পায় রিতুরঙ্গ, এলিয়েন ফ্লাওয়ার, পারিভাহিতম, কিতারেবা ইত্যাদি রচনা। একে একে এই প্রোডাকশনগুলো দর্শকদের সামনে তুলে ধরে। Sapphire-এর দীর্ঘ পথচলায় কতটা সমাজ সচেতনতা এবং শিল্পের গভীরতা আনা হয়েছে তা ফুটে ওঠে।
আরও পড়ুন:Shreya Ghoshal: আইপিএল-এ শ্রেয়া ঘোষালের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড়
দ্বিতীয় পর্বে, “Wrapped” নামে একটি নতুন প্রোডাকশন উপস্থাপন করা হয়, যেখানে আধুনিক সমাজের শপিংমল (Shopping Mall) সংস্কৃতি, মূল্যবোধের অবনতি এবং পরিবেশের ক্ষতির বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। বিশেষত, প্লাস্টিকের ব্যবহার এবং নিঃসৃত দ্রব্যের বিপুল পরিমাণ ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়

এদিন Sapphire Creations -এর ফাউন্ডার ও ডিরেক্টর এবং বিশিষ্ট কোরিওগ্রাফার সুদর্শন চক্রবর্তী জানান, তাদের ৩২ বছরের পথচলায় অনেকগুলো বিশেষ প্রোডাকশনের সৃষ্টি হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো “Alien Flower”, “Garden of Maya”, “Postmortem”, “Positive Lives”, “Kitareba” এবং “Rasasura”। ১৯৯২ থেকে ২০২৪ পর্যন্ত দেশের বিভিন্ন শহর এবং আন্তর্জাতিক মঞ্চে তারা তাদের নৃত্যশিল্পের মাধ্যমে নানা সামাজিক বার্তা পৌঁছে দিয়েছে।
এই সন্ধ্যায় প্রায় ৪০ জন শিল্পী অংশগ্রহণ করেন যাদের বয়স ৫ থেকে ৫৫ বছরের মধ্যে ছিল। সুদর্শন চক্রবর্তী আরও বলেন, তিনি বিশ্বাস করেন যে নৃত্যশিল্পের গুরু-শিষ্য পরম্পরা ধরে রাখতে হবে। যেভাবে তিনি শিখেছেন। তার ছাত্র-ছাত্রীরাও সেই শিক্ষা তাদের পরবর্তী প্রজন্মকে দেবেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
Sapphire Creations -এর ফাউন্ডার ও ডিরেক্টর এবং বিশিষ্ট কোরিওগ্রাফার সুদর্শন চক্রবর্তী আরও বলেন, আমি বিশ্বাস করি- গুরু এবং শীর্ষ পরম্পরাকে ধরে রাখতে হবে। আমি প্রথমে যা শিখেছিলাম পরবর্তীকালে আমার ছাত্র-ছাত্রীদের শেখানোর চেষ্টা করেছি। আমার নাচ শিখে বহু ছাত্র-ছাত্রীরা এখন নিজেরাই নাচের টিচার এবং তারাও তাদের ছাত্র ছাত্রীদের কাছে গুরু হিসেবে দাঁড়াতে পেরেছে। আমি বিশ্বাস করি এই পরম্পরাকে আমাদের ধরে রাখতে হবে। আমি আজ যা শিখলাম তা কেবলমাত্র আমার ভেতরে রেখে দেব তা কোনদিনও চলতে পারেনা। আমি আজ যেটুকু জানি আমি আমার ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই, যাতে তারা ভবিষ্যতে নিজেরাও নৃত্য গুরু হয়ে উঠুক একদিন।

নিউজ পোল বাংলাকে (News Pole Bangla) বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন সুদর্শন বাবু। তিনি জানান, সাংস্কৃতিক বিষয় নিয়ে প্রথম শ্রেণীর সংবাদমাধ্যম খুব একটা দৃষ্টি আকর্ষণ করে না। এখন চারিদিকে এত খারাপ খবর হচ্ছে এবং তারই মধ্যে নিউজ পোল বাংলা (News Pole Bangla) এই ধরনের অনুষ্ঠান সাধারণ মানুষের ভেতরে প্রচার করছেন। তার জন্য আমরা আমাদের সংগঠন থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসুল জেনারেল ফ্রান্স Didier Talpain, দেবাশিস সেন (প্রাক্তন আইএস অফিসার), গৌরী বাসু সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানটি শেষ হয় একাডেমীর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের হাতে প্রশংসাপত্র প্রদান দিয়ে।