AI Image: ছবি বিকৃতে সাইবার অপরাধে মামলা

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের (Pawan Kumar Chamling) ছবিকে এআই (AI Image) দিয়ে বিকৃত করার অভিযোগ! শুধু বিকৃত নয়, সেগুলি সোশাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে “সিকিম জাস্টিস বিশাল এম” নামক একটি ফেসবুক পেজে (Facebook Page) এই বিকৃত ছবি প্রকাশিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবিকে এইভাবে ব্যবহার করে তাকে অসন্মান হয়েছে।

রাজ্যের শাসক দলের পক্ষ থেকে এই ছবির বিকৃতি (AI Image) ও অপব্যবহারকে একেবারে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ি (Siliguri) সাংগঠনিক জেলার পক্ষ থেকে এমন অপপ্রচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। এই ঘটনায় তৃণমূল (TMC) কর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আইন অনুযায়ী অভিযুক্ত যুবকের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন:Domkal: IIT -র গবেষককে থানায় আটকে মারধর

তৃণমূল কংগ্রেসের এক নেতার মন্তব্য, “এআই-এর (AI Image) মাধ্যমে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে শত্রুপক্ষের লোকেরা বিভ্রান্তি ও অবিশ্বাস সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ এই ধরনের ষড়যন্ত্রে পাত্তা দেবেন না।” তিনি আরও বলেন, “এ ধরনের ঘৃণ্য কাজ সমাজে অশান্তি সৃষ্টি করার জন্য চালানো হয় এবং আইন অনুযায়ী এর উপযুক্ত শাস্তি হওয়া উচিত।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

অভিযুক্ত যুবক বিশাল মঙ্গল নামে পরিচিত। তার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে, যাতে দ্রুত তদন্ত করা হয় এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় নেতা-কর্মীরা একযোগে সোচ্চার হয়ে উঠেছেন।