Amdanga Incident: আমডাঙায় অর্ধদগ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: উত্তর ২৪ পরগনার আমডাঙার হরিশচন্দ্রপুর (Harishchandrapur, Amdanga) এলাকায় এক নারীর আধপোড়া মৃতদেহ (Amdanga Incident) উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে চাষের জমিতে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকদের চোখে পড়ে এই ভয়ংকর দৃশ্য। মৃতদেহটি দেখে তারা তড়িঘড়ি দ্রুত পুলিশে খবর দেন। প্রত্যক্ষদর্শী কৃষকদের মতে, সকালে তারা জমিতে কাজ শুরু করতে গেলে মাঠের মাঝখানে কিছু একটা পড়ে থাকতে দেখেন। প্রথমে বিষয়টিকে অস্বাভাবিক কিছু মনে না হলেও, কাছে যেতেই তাদের সন্দেহ আরও গাঢ় হয়। সামনে গিয়ে তারা দেখতে পান, একজন মহিলার অর্ধনগ্ন (semi-nude) ও আধপোড়া মৃতদেহ পড়ে রয়েছে। দেহের বেশ কিছু অংশ আগুনে দগ্ধ (burnt) এবং অনেকটাই বিকৃত হয়ে গিয়েছে।

আরও পড়ুন:- Man City-Techno India: টেকনো ইন্ডিয়া-ম্যাঞ্চেস্টার সিটি চুক্তিতে গর্বের মুহূর্ত ভারতীয় ফুটবলে

খবর পেয়ে আমডাঙা থানার (Amdanga Police Station) পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপরাধ সংঘটিত হওয়ার পর মৃতদেহ পোড়ানোর চেষ্টা করা হয়েছে, সম্ভবত পরিচয় গোপন করার উদ্দেশ্যে। ঘটনার গুরুত্ব বুঝে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে (Amdanga Incident) আসে এবং তদন্তের স্বার্থে পুলিশ কুকুর (police dog) এনে অনুসন্ধান শুরু হয়। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, ওই মহিলাকে সম্ভবত ধর্ষণের (rape) পর হত্যা (murder) করা হয়েছে এবং তারপর প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ পোড়ানোর চেষ্টা করা হয়েছে। তবে এটি নিছক অনুমান, কারণ ময়নাতদন্ত (post-mortem) রিপোর্ট আসার পরই প্রকৃত কারণ জানা যাবে। অপরাধটি চাষের জমিতেই সংঘটিত হয়েছে, নাকি অন্য কোথাও খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে, সে বিষয়েও তদন্ত চলছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

মৃতদেহটি ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট হাতে পেলেই বিস্তারিত তথ্য মিলবে। পাশাপাশি, পুলিশ আশপাশের এলাকায় কোনও মহিলার নিখোঁজ (missing woman) থাকার খবর নিচ্ছে। স্থানীয় থানাগুলিতেও নিখোঁজ সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। অপরাধস্থল (Amdanga Incident) থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ (evidence collection) করা হয়েছে, যা ফরেনসিক পরীক্ষার (forensic examination) জন্য পাঠানো হবে। তদন্তকারীরা মনে করছেন, এটি একটি পরিকল্পিত অপরাধ (planned crime), এবং দোষীদের খুঁজে বের করার জন্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT