নিউজ পোল ব্যুরো: বালুরঘাট (Balurghat) শহরের রাস্তা পরিচ্ছন্ন রাখতে এবং ধুলোবালি মুক্ত পরিবেশ গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করল বালুরঘাট পৌরসভা। উত্তরবঙ্গে প্রথমবারের মতো চালু হল অটোমেটিক সুইপিং মেশিন (Automatic Sweeping Machine), যা রাস্তার ধারে জমে থাকা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি জল ছিটিয়ে ধুলো কমানোর কাজেও সক্ষম। বুধবার সকালে শহরের এই নতুন প্রযুক্তি-ভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ খতিয়ে দেখতে পরিদর্শনে যান বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র (Ashok Mitra)। তিনি জানান, শহরবাসীর স্বাচ্ছন্দ্য এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পৌরসভা মেকানাইজড ক্লিনিং (Mechanized Cleaning) ব্যবস্থা চালু করেছে। আধুনিক এই সুইপিং মেশিন শহরের রাস্তাগুলিকে আরও পরিষ্কার এবং ধুলোমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী পৌরপ্রধান।
আরও পড়ুন:- Baharampur: খেলতে গিয়ে বল ভেবে বাড়িতে আনল বোমা , বিস্ফোরণে আহত দুই শিশু সহ ৩
পৌরসভা সূত্রে খবর, অটোমেটিক সুইপিং মেশিন (Automatic Road Sweeper) রাস্তার পাশে জমে থাকা ধুলো, আবর্জনা এবং অন্যান্য ময়লা দ্রুত পরিষ্কার করতে সক্ষম। শুধু তাই নয়, এটি রাস্তার ওপর জল ছিটিয়ে ধুলোকণা কমানোর কাজও করবে। ফলে শহরের বাতাসের গুণমান উন্নত হবে এবং সাধারণ মানুষ ধুলোর সমস্যার হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। বুধবার সকালে পৌরপ্রধান বালুরঘাট হাসপাতাল মোড়ে গিয়ে এই মেশিনের কার্যকারিতা পরীক্ষা করেন। তিনি সরাসরি মেশিনের কার্যপ্রণালি পর্যবেক্ষণ করেন এবং এই উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষের প্রতিক্রিয়া নেন। বালুরঘাট (Balurghat) পৌরসভার আধুনিকায়নের এই পদক্ষেপ শহরবাসীর একাংশের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, এই অটোমেটিক রোড ক্লিনিং মেশিন (Automatic Road Cleaning Machine) শহরের পরিচ্ছন্নতার মান আরও উন্নত করবে এবং ধুলোর সমস্যা অনেকটাই কমবে। তবে পৌরপ্রধান আশ্বস্ত করেছেন যে, শুধু মেশিন চালু করাই শেষ কথা নয়, এর কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনে আরও উন্নত প্রযুক্তি সংযোজন করা হবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
পৌরসভা সূত্রে খবর, উত্তরবঙ্গের মধ্যে বালুরঘাট (Balurghat) প্রথম শহর যেখানে এমন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা পরিষ্কারের ব্যবস্থা চালু হয়েছে। অন্যান্য শহরগুলিও যদি এই উদ্যোগ অনুসরণ করে, তাহলে উত্তরবঙ্গের শহরগুলির পরিচ্ছন্নতা আরও উন্নত হবে বলে বিশেষজ্ঞদের মত। এই নতুন টেকনোলজি-ভিত্তিক ক্লিনিং (Technology-Based Cleaning) ব্যবস্থার ফলে শহরের রাস্তা আগের চেয়ে অনেক বেশি পরিপাটি থাকবে, ধুলোবালি কমবে এবং সর্বোপরি শহরবাসী আরও স্বাস্থ্যকর পরিবেশ পাবেন বলে আশা করা হচ্ছে
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT