Government Projects: সরকারি প্রকল্পের বাস্তবায়নে জেলা শাসকের সজাগ নজর!

জেলা রাজ্য

শ্যামল নন্দী, বারাসত: এবার ঘরের দুয়ারে জেলা শাসক! উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাট মহকুমার সুন্দরবনে (Sundarban) জেলা শাসক (District Magistrate) ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা (Administrative Officer) একাধিক সরকারি প্রকল্পের (Government projects) বাস্তবায়ন করতে চলেছে। এছাড়া, সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা জানার জন্য একটি বিশেষ পরিদর্শনে বেরিয়ে পরেন। এই পরিদর্শনে (Inspection) তারা নিশ্চিত করতে চান যে, মানুষ রেশন, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, পানীয় জল এবং অন্যান্য সরকারি প্রকল্পের (Government projects) সুবিধা পাচ্ছেন কিনা।

আরও পড়ুন:Dilip Ghosh: পুলিশ প্রশাসন ক্ষমতার অপব্যবহার করছে: দিলীপ ঘোষ

এদিন বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দ কাটি ও কালিতলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রশাসনিক কর্মকর্তারা পায়ে হেঁটে ঘুরে জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) জেলা শাসক শরৎকুমার দ্বিবেদী, বসিরহাট মহকুমা শাসক আশীষ কুমার, হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী ও হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহিদুল্লাহ গাজী সহ অন্যান্য কর্মকর্তারা মানুষদের মধ্যে সরকারি প্রকল্পগুলির (Government projects) সুবিধা-বঞ্চনার বিষয়গুলি সরেজমিনে খতিয়ে দেখেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

স্থানীয় মানুষদের কাছ থেকে তারা শোনেন, রেশন সামগ্রী যথাযথভাবে পাচ্ছেন কিনা, লক্ষ্মী ভাণ্ডারের টাকা সঠিকভাবে বিতরণ হচ্ছে কিনা, স্বাস্থ্য সাথী ও খাদ্য সাথী প্রকল্পের সুবিধা তারা উপভোগ করছেন কিনা। এছাড়া, কিছু গ্রামে পানীয় জলের অভাব ছিল, সেই বিষয়টি পরিদর্শন করে দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

প্রশাসনিক কর্মকর্তারা কালিতলা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর শামশেরনগর এলাকায় জঙ্গলের পাশে বনবিবি মন্দির পরিদর্শন করেন। সেখানে গিয়ে তারা নিশ্চিত হন যে, সরকারী প্রকল্পের উপকারিতা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে কিনা। এছাড়া, তারা স্থানীয় হাসপাতাল রেশন ডিলারদের দোকান এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলি শুনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরিদর্শনটি সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক কর্মকর্তারা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT