নিউজ পোল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে (EAC-PM) অন্তর্ভুক্ত করা হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) প্রাক্তন প্রধান সঞ্জয় কুমার মিশ্রকে উত্তর প্রদেশের ১৯৮৪ ব্যাচের ভারতীয় রাজস্ব পরিষেবা (IRS) কর্মকর্তা সঞ্জয় কুমার মিশ্রকে ( Sanjay Kumar Mishra) সচিব পদে নিযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের (EAC-PM) হল একটি স্বাধীন সংস্থা যা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়গুলিতে প্রধানমন্ত্রীকে আপডেট দেওয়া এবং পরামর্শ দেওয়ার দায়িত্বে নিযুক্ত।
মঙ্গলবার গভীর রাতে এক আদেশে সরকার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন প্রধান সঞ্জয় কুমার মিশ্রকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের (EAC-PM) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। ২০১৮ সালে প্রথম ইডি প্রধান হিসেবে নিযুক্ত হন সঞ্জয় কুমার মিশ্র। কেন্দ্র সরকার কর্তৃক সংস্থার নেতৃত্ব দেওয়ার সময় একাধিকবার তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। পরে সুপ্রিম কোর্ট তৃতীয় এবং শেষ মেয়াদ বৃদ্ধিকে “অবৈধ” ঘোষণা করে। সঞ্জয় কুমার মিশ্র একজন অর্থনৈতিক বিশেষজ্ঞ। প্রাক্তন ইডি প্রধান বেশ কয়েকটি হাই-প্রোফাইল মামলার তদারকি করেছিলেন, যার মধ্যে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি. চিদাম্বরম, কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার, শরদ পাওয়ার, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, বর্তমান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী সহ অন্যান্যদের বিরুদ্ধে তদন্ত মামলা অন্তর্ভুক্ত ছিল। তাছাড়াও সঞ্জয় কুমার মিশ্রের নেতৃত্বে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার স্বামী রবার্ট ভদ্রার বিরুদ্ধে তদন্ত শুরু করে। ২০২৪ সালের ১ নভেম্বর কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান বিবেক দেবরায়ের মৃত্যুর পর এই নিয়োগ করা হল।
আরও পড়ুনঃ Bhupesh Baghel: বেটিং অ্যাপ মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি সিবিআই-এর
উত্তর প্রদেশের ১৯৮৪ ব্যাচের ভারতীয় রাজস্ব পরিষেবা কর্মকর্তা সঞ্জয় কুমার মিশ্রকে সচিব পদে নিযুক্ত করা হয়েছিল। ২০১৮ সালের নভেম্বরে তাকে ২ বছরের জন্য ইডি (ED) প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তার নিয়োগের আগে, মিশ্র দিল্লিতে আয়কর বিভাগের প্রধান কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। পরে ২০২০ সালের নভেম্বরে, একটি আদেশে তার নিয়োগপত্র পরিবর্তন করে তার মেয়াদ তিন বছর করা হয়। ১৭ নভেম্বর, ২০২১ তারিখে, সরকার তার মেয়াদ এক বছরের জন্য ১৮ নভেম্বর, ২০২২ পর্যন্ত বৃদ্ধি করে। তার মেয়াদ আবার এক বছরের জন্য ১৮ নভেম্বর, ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হয়। ২০২৩ সালের জুলাই মাসে, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে যে, আর কোনও মেয়াদ বাড়ানোর আবেদন গ্রহণ করা হবে না। জানিয়ে রাখা ভালো, সঞ্জয় কুমার মিশ্রর আমলে, ইডি বিজয় মালিয়া, নীরব মোদী এবং সঞ্জয় ভান্ডারির মতো পলাতকদের প্রত্যর্পণের অনুমোদনও পেয়েছিল। মিশ্রের নেতৃত্বে, ইডি অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদেরও গ্রেফতার করে, যার মধ্যে ইয়েস ব্যাংকের প্রাক্তন এমডি এবং সিইও রানা কাপুর, পাশাপাশি আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন এমডি এবং সিইও চন্দা কোচ্চারের স্বামী দীপক কোচ্চরও রয়েছেন।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/p/12Kw2tPMcqi/