নিউজ পোল ব্যুরো: উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার ইসলামপুর হাই স্কুলে (Islampur High School) শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি নিয়ে অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়েছে। বুধবার, এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় যখন অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ সলিমুদ্দিন আহমেদকে ঘিরে বিক্ষোভ (Protest) দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, বিদ্যালয়ে সঠিকভাবে পড়াশোনা (Education) হচ্ছে না, শিক্ষকেরা নিয়মিত স্কুলে উপস্থিত থাকেন না, যার ফলে ছাত্র-ছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিক্ষোভরত অভিভাবকদের বক্তব্য, বিদ্যালয়ে শিক্ষার মান (Quality of Education) ক্রমশ নিচের দিকে যাচ্ছে। নিয়মিত শ্রেণিশিক্ষা না হওয়ায় ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। অনেক শিক্ষক (Teachers) ঠিকমতো ক্লাস নেন না, অনেকে আবার অনিয়মিত (Irregular Attendance) স্কুলে আসেন, ফলে পড়ুয়াদের সিলেবাস (Syllabus) ঠিকমতো সম্পন্ন হচ্ছে না।
আরও পড়ুন:- Balurghat: বালুরঘাটে চালু হল অটোমেটিক সুইপিং মেশিন
এছাড়াও, অভিভাবকদের অভিযোগ যে, স্কুল কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের আই-কার্ড (School ID Card) দেওয়ার জন্য টাকা নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই আই-কার্ড দেওয়া হয়নি। ফলে অভিভাবকদের মধ্যে ক্ষোভ আরও বৃদ্ধি পায়। স্কুলের (Uttar Dinajpur) শিক্ষাগত পরিবেশ নিয়ে অভিভাবকরা যথেষ্ট চিন্তিত এবং এই অবস্থায় তারা নিজেদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। এই সমস্ত সমস্যার সমাধানের জন্য অভিভাবকরা ৭ দফা দাবি (Seven-Point Demand) উত্থাপন করেছেন, যার মধ্যে প্রধান দাবিগুলি হলো— প্রতিদিন নিয়মিত ক্লাস নেওয়া বাধ্যতামূলক করতে হবে, সকল শিক্ষকের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে হবে, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মান উন্নত করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে, নেওয়া অর্থের বিনিময়ে দ্রুত আই-কার্ড সরবরাহ করতে হবে, বিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার স্বচ্ছতা বজায় রাখতে হবে, পরীক্ষার সময় সঠিক প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের বিশেষ সহায়তা প্রদান করতে হবে, অভিভাবকদের সঙ্গে নিয়মিত আলোচনা করে বিদ্যালয়ের কার্যকলাপ সম্পর্কে তথ্য প্রদান করতে হবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এই বিক্ষোভের পর প্রধান শিক্ষক মহম্মদ সলিমুদ্দিন আহমেদ আশ্বাস (Assurance) দিয়েছেন যে, আগামী সাত দিনের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করা হবে। তিনি বলেন, “শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ও পড়াশোনার পরিবেশ উন্নত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও, যেসব অভিযোগ উঠেছে, তা গুরুত্ব সহকারে দেখা হবে।” সরকারি বিদ্যালয়গুলির (Government Schools) শিক্ষার (Uttar Dinajpur) মান উন্নয়ন এবং প্রশাসনিক গাফিলতি বন্ধ করার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। ইসলামপুর হাই স্কুলের এই ঘটনা আরও একবার শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা (Education System Issues) ও অনিয়মকে সামনে তুলে ধরেছে। এখন দেখার বিষয়, স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষা দপ্তর (Education Department) কত দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করে শিক্ষার পরিবেশ উন্নত করতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT