নিউজ পোল ব্যুরো: এদেশ যেমন ক্রিকেটের ঠিক ততটাই ফুটবলেরও। ফুটবল নিয়েও কম উন্মাদনা নেই এদেশের ক্রীড়া ভক্তদের মধ্যে। কিন্তু সরাসরি বিশ্বকাপ খেলার স্বাদ না পাওয়াই দুধের স্বাদ ঘোলেই মেটাতে হয় ভারতীয় ফুটবল ভক্তদের। বিশ্বকাপার এর আগেও দেখেছে এদেশ। বিশ্বকাপজয়ীও দেখেছে। চলতি বছরে আবারও দেখতে চলেছে। কিন্তু উন্মাদনার বাঁধ ভাঙতে চলেছে এবার। কারণ সেই বিশ্বকাপজয়ীর নাম যে লিওনেল মেসি (Lionel Messi)!
আরও পড়ুন: Argentina vs Brazil: ব্রাজিল বধে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের সেলিব্রেশন আর্জেন্টিনার
দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতে আসছেন এলএম ১০ (Lionel Messi)। সেই ২০১১ সালে প্রথমবার এদেশে পা রেখেছিলেন তিনি। সেবার এসেছিলেন কলকাতায়। ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল মেসির। প্রায় একলাখি যুবভারতী দেখে অভিভূত হয়ে গিয়েছিলেন বিশ্বফুটবলের জাদুকর। ২ সেপ্টেম্বর সেই ম্যাচে নিকোলাস ওটামেন্ডির গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেই শেষবার। মাঝে বয়ে গেছে অনেক জল। এখন তাঁর মুকুটে যোগ হয়েছে বিশ্বসেরার খেতাব। বিশ্বজয়ী মেসিকে এই প্রথমবার দেখবে ভারত। তবে এবার আর বাংলায় নয়, আরেক ফুটবল পাগল রাজ্য কেরলে আসতে চলেছেন তিনি।

বুধবার (ভারতীয় সময়) সকালে আগামী বছর ফিফা বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে আলবিসেলেস্তেরা। সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও পর্যদুস্ত করেছে ৪-১ গোলে। স্বভাবতই খুশির হাওয়া এদেশের আর্জেন্টিনা ভক্তদের মধ্যেও। এর মধ্যেই সেই খুশি ডবল করে মেসিদের (Lionel Messi) ভারতে আসার খবরে শিলমোহর দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)। এদিন আফা সভাপতি ক্লদিও ফ্যাবিয়ান তাপিয়া জানিয়েছেন, “আমরা বিশ্বের কোণায় কোণায় আর্জেন্টিনার ফুটবল ছড়িয়ে দিতে চাইছি। যার প্রথম ধাপ হিসেবে ভারত এবং সিঙ্গাপুরের জন্য থাকছে সূবর্ণ সুযোগ। ২০২৫ এবং ২৬ সালের মধ্যে আরও অনেক জায়গায় আমাদের উপস্থিতি দেখা যাবে।”
আরও পড়ুন: Man City-Techno India: টেকনো ইন্ডিয়া-ম্যাঞ্চেস্টার সিটি চুক্তিতে গর্বের মুহূর্ত ভারতীয় ফুটবলে
গত নভেম্বরে কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমানের সঙ্গে স্পেনে, আর্জেন্টাইন ফুটবল সংস্থার (AFA) কথা হয়। সেখানেই ঠিক হয় কেরলে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে আসবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দল। মেসিও (Lionel Messi) আসবেন। সেই খবরই পাকা হল এদিন। দিনক্ষণ যদিও এখনও কিছু ঠিক হয়নি। তবে অক্টোবরে আয়োজিত হতে পারে এই ম্যাচ। যদিও অক্টোবর-নভেম্বরে ফিফা উইন্ডো রয়েছে। তাই এই সময় আর্জেন্টিনা দল কীভাবে ভারত সফরে আসবেন তা নিয়ে উঠছে প্রশ্ন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
প্রাথমিকভাবে কোচিতে এই হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করা হতে পারে বলে জানা গিয়েছে। কারণ কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার দর্শক ধরতে পারে। এই ম্যাচ দেখতে ফিফার কর্তারাও উপস্থিত থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। এর পাশাপাশি সূত্রের খবর কেরল সরকার ও আফার যৌথ উদ্যোগে একটি ফুটবল অ্যাকাডেমি গড়ে উঠতে চলেছে কেরলে। এতে কেরল ফুটবলের মানচিত্রটাই বদলে যাবে বলে বিশ্বাস কেরলের ক্রীড়ামন্ত্রীর। তবে ভারতে আসলেও মেসিরা কলকাতায় পা রাখবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।