নিউজ পোল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন সফরের (WB CM in London) মধ্যেই বাংলার ফুটবল (Bengal Football) তথা ভারতীয় ফুটবলের (Indian Football) বিকাশে এক নতুন যুগের সূচনা হল মঙ্গলবার। দেশের অন্যতম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া গ্রুপের (Techno India Group) সঙ্গে চুক্তিবদ্ধ হল ইংলিশ প্রিমিয়ার লিগের (English Premier League) বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City FC)। খুব শীঘ্রই ‘সিটি অব জয়ে’ (City of Joy) স্থাপিত হতে চলেছে ম্যাঞ্চেস্টার সিটির ফুটবল স্কুল (Man City Football School)। লন্ডনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ম্যাঞ্চেস্টার সিটির অফিসে মউ স্বাক্ষরিত (Man City-Techno India) হল দুই পক্ষের।
আরও পড়ুন: Argentina vs Brazil: ব্রাজিল বধে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের সেলিব্রেশন আর্জেন্টিনার
এই মুহূর্তে লন্ডনে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফর সঙ্গী হিসেবে গিয়েছেন টেকনো ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী ও তাঁর পুত্র দেবদূত রায়চৌধুরী। কলকাতায় স্কুল (Man City-Techno India) তৈরির পর সেখানে উঠতি প্রতিভাদের ট্রেনিং দেবেন ম্যান সিটির বিশেষজ্ঞ কোচরা। সবসময়ের জন্য ইংল্যান্ড থেকে কলকাতার অ্যাকাডেমিতেই থাকবেন তাঁরা। আধুনিক ও উন্নত মানের পরিকাঠামোই তৃণমূল স্তর থেকে তরুণ ফুটবলার গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবে এই যৌথ উদ্যোগ। তবে শুধু ফুটবল দক্ষতা নয়, সমান ভাবে গুরুত্ব দেওয়া হবে তরুণ ফুটবলারদের শারীরিক এবং মানসিক বিকাশের ওপরেও।

৩ থেকে ১৭ বছর বয়সী খেলোয়াড়রা অংশ নিতে পারবেন এই প্রস্তাবিত অ্যাকাডেমিতে (Man City-Techno India)। এখান থেকে বিশেষ প্রতিভাবান ফুটবলারদের বাছাই করে নিয়ে যাওয়া হবে ব্রিটেনে। সেখানে ম্যাঞ্চেস্টার সিটির নিজস্ব পরিকাঠামোতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। ফলে সরাসরি আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা পাবেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চুক্তি প্রসঙ্গে বলেন, “ইংল্যান্ডের সঙ্গে আমাদের আবেগের সম্পর্ক। আপনারা জানেন বাঙালিরা কতটা ফুটবলপ্রেমী। ক্রিকেটও ভালবাসে। বাংলার তিন প্রধান ফুটবল ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান ছাড়াও ছোট বড় আরও অনেক ক্লাব আছে কলকাতায়। আমি সবার জন্য গর্বিত। ভীষণ খুশি।“

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
টেকনো ইন্ডিয়ার তরফে সত্যম রায়চৌধুরী জানান, “দেশের প্রথম ম্যান সিটির ফুটবল স্কুল খুলতে চলেছে কলকাতায়। প্রত্যেক ফুটবলারের পারফরম্যান্স মূল্যায়ন করে রিপোর্ট দেবেন ম্যান সিটির ফুটবল বিশেষজ্ঞরা। সেখানেই বলা হবে, কোন ফুটবলারের কোন জায়গায় উন্নতির দরকার।“ সিটি ফুটবল গ্রুপের ফুটবল-শিক্ষা বিভাগের অধিকর্তা জর্জিনা বুস্কেটস জানান, ‘কলকাতায় আমাদের প্রথম ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুল খুলতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ম্যাঞ্চেস্টারে যে পদ্ধতি ব্যবহার করে ট্রেনিং চলে ওখানেও একইভাবে ফুটবলের পাঠ দেওয়া হবে।“ এদিন দশবারের প্রিমিয়ার লিগ জয়ীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় স্মারক জার্সি।