Neymar : উদ্দাম যৌনতার খেসারত! সন্তানসম্ভবা হয়ে নেইমারের দিকে আঙুল তুললেন এসকর্ট

ক্রীড়া ফুটবল

নিউজ পোল ব্যুরো: এক চাঞ্চল্যকর অভিযোগে অভিযুক্ত হলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র (Neymar Jr)। নেইমার মানেই যেন বিতর্কের আরেক নাম। সেটা মাঠেই হোক কিংবা মাঠের বাইরে। আর এবারে ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে অভিযোগ, তিনি লাগামছাড়া যৌনতায় মেতেছিলেন ব্রাজিলের জনৈকা এসকর্টের সঙ্গে। যার জেরে সন্তানসম্ভবা হয়ে পড়েছেন নায়রা মাচেদো (Nyara Macedo) নামের উক্ত এসকর্ট তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার।

Neymar

আরও পড়ুনঃ Baguiati: নাতিদের জন্য দাদুদের উদ্যোগ, এক অন্যন্য মেলবন্ধনের স্বাক্ষী থাকল বাগুইআটি

সোশ্যাল মিডিয়ায় নায়রা মাচেদো (Nyara Macedo) নিজেই অভিযোগ এনেছেন নেইমারের (Neymar Jr) নামে। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে তাঁর দাবি, একটি পার্টিতে নেইমার তাঁকে নিয়ে অবাধ এবং উদ্দাম যৌনতায় লিপ্ত হয়েছিলেন। এর জন্য তাঁকে মোটা অঙ্কের পারিশ্রমিকও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন নায়রা। নাঃ এতেই শেষ নয়। বরং এরপরই আসল বোমাটি ফাটিয়েছেন উক্ত ব্রাজিলীয় এসকর্ট।

আরও পড়ুনঃ Lionel Messi: চলতি বছরেই ভারত সফরে মেসি

নায়রা মাচেদো অভিযোগ করেছেন, নেইমারের সঙ্গে উত্তাল যৌনতার জেরে তিনি সন্তানসম্ভবা। ভিডিওতে নিজের ইউএসজি রিপোর্ট এবং প্রেগন্যান্সি কিট দেখিয়েছেন নায়রা। সেইসঙ্গে তিনি এও দাবি করেছেন যে তাঁর গর্ভে একটি পুত্রসন্তান রয়েছে। আর এই সন্তানের বাবা নেইমারই। যদিও ব্রাজিলের ফুটবলার তারকা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এই সন্তান তাঁর নয়।

Neymar

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

উল্লেখ্য, নেইমার জুনিয়র (Neymar Jr) ইতিমধ্যেই ৩ সন্তানের বাবা। উল্লেখযোগ্য বিষয় হল, তাঁর তিন সন্তানের মা তিনজন আলাদা মহিলা। যা নিয়ে এমনিতেই চর্চার শেষ নেই। আর এবার তারকা ফুটবলারের বিরুদ্ধে এহেন অভিযোগ সামনে এল। এদিকে নেইমার যতই অস্বীকার করুন, নায়রা কিন্তু নিজের দাবিতে অনড়। জানিয়েছেন যে, প্রয়োজনে গর্ভের সন্তানের ডিএনএ পরীক্ষা করাতেও রাজি তিনি। সব মিলিয়ে মাঠ এবং মাঠের বাইরে নেইমার যে রীতিমত বিপাকে তা বলাই বাহুল্য।