Dilip Ghosh: মমতার রাজ্যে সংবিধান নেই: দিলীপ ঘোষ

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার (Thursday) সকালে নিউটাউন ইকোপার্কে (Eco Park) প্রাতঃভ্রমণের জন্য এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে এসে তিনি একাধিক বিতর্কিত মন্তব্য করেন যা আবার নতুন করে রাজনৈতিক আলোচনার সৃষ্টি করেছে।

আরও পড়ুন: Dilip Ghosh: পুলিশ প্রশাসন ক্ষমতার অপব্যবহার করছে: দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “আমি সাধারণ মানুষ। খাই-দাই, মর্নিং ওয়াক করি। আমার জীবনে কোনো বিতর্ক তৈরি হয়নি। যদি আমি একদিন বাড়িতে নারকেল কাটার জন্য একটি দা কিনতে যাই। অনেকেই সেটা নিয়ে ভয় পেয়ে যায়। তারা বলে, এটা নাকি ‘রাম দা’। এমনকি আমি যে রাস্তা তৈরি করেছি সেটা উদ্বোধন করতে গেলে বিরোধীরা চেঁচামেচি শুরু করে। তাহলে বিতর্ক কে তৈরি করছে? কেউ কেউ আমাকে বিতর্কের মধ্যে ফেলে নিজের নাম কামানোর চেষ্টা করে। আমি আমার পদ্ধতি জানি, আমি কখনো পিছনে হেঁটে পালাই না। যদি কেউ আমাকে আক্রমণ করে, আমি তার জবাব দেবই।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এছাড়া, মতুয়া মেলা বিতর্কের বিষয়ে তিনি বলেন, “এটা একটা পারিবারিক ব্যাপার। এখানে অর্থনৈতিক বিষয়ও জড়িত। আমাদের কাছে, যারা মতুয়া গুরুদের শ্রদ্ধা করেন, তারা পূজনীয়। তাদের মনে যেন কোনো কাদা না লাগে।”

বিজেপির (BJP) কর্মসূচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমালোচনা করে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিদেশে গিয়ে গান্ধীর কাছে প্রার্থনা করেন। কিন্তু তার রাজ্যে কোনো সংবিধানই নেই! রাজ্যে যা কিছু ঘটে সবকিছু হাইকোর্টের অনুমতির পর হয়। পুলিশ প্রশাসন তো কিছুই করতে পারে না।”

পশ্চিমবঙ্গের স্বাস্থ্যব্যবস্থা নিয়েও তিনি একগুচ্ছ অভিযোগ করেন। তিনি বলেন, “রাজ্য সরকার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে টাকা না দেয়। এর ফলে রাজ্যের হাসপাতালগুলোর অবস্থা ভয়াবহ। কেন্দ্রের টাকার মাধ্যমেই হাসপাতালগুলো চললেও রাজ্য সরকারের উদাসীনতার কারণে সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত।”

তিনি আরও বলেন, “এবার রামনবমীতে রাজ্যে ৪৩ জায়গায় হামলা হতে পারে বলে আশঙ্কা রয়েছে। মদন মিত্র এই বিষয়ে চুপ কেন? সেদিন সবাইকে রাস্তায় মিছিল করতে বলব। কোথাও বাধা পেলেও থানা ঘেরাও করুন।”

অস্ত্র ও লাঠির বিষয়ে তিনি বলেন, “আমরা খড়গপুরে থাকব, এবং অস্ত্র নিয়ে বেরোব। এটা আমাদের ঐতিহ্য। ব্রিটিশরা আটকাতে পারেনি পাঠানরা আটকে পারেনি। যদি কেউ আমাদের ওপর আক্রমণ করতে চায় তাদের প্রতিহত করা হবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এভাবে দিলীপ ঘোষ তার বক্তব্যে রাজ্যের রাজনীতি, পুলিশ প্রশাসন এবং বিজেপির কর্মসূচি নিয়ে একের পর এক তীব্র সমালোচনা করেন।