নিউজ পোল ব্যুরো: মানুষের মত দেখতে কিন্তু শরীর জলহস্তীর। কি অবাক হলেন? ভাবছেন তো এও কি সম্ভব। জলহস্তীর মুখ দেখতে অবিকল মানুষের মতো, খানিকটা গল্পে গরু গাছে ওটার মতো বেপারটা নয় কি? বাস্তবে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে (social media platforms) প্রতিদিনই বিভিন্ন ধরণের ভিডিও ভাইরাল (viral video) হয়। কিছু সত্যি, আবার কিছু সম্পূর্ণ ভুয়ো বা বিভ্রান্তিকর। সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গিয়েছে একটি জলহস্তীর (hippopotamus) শরীরে মানুষের মুখ। ভিডিওতে দেখা গিয়েছে, কিছু মানুষ একটি গাড়ির (car) ভিতরে বসে জলহস্তীটিকে খাওয়ানোর চেষ্টা করছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করতে গিয়ে জানা গিয়েছে যে এটি ডিজিটালভাবে সম্পাদিত (digitally edited) এবং পরিবর্তিত একটি ভিডিও।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি জলহস্তী গাড়ির কাছে এসে খাবারের জন্য মুখ খুলছে। তবে অবাক করার মতো বিষয় হলো, এই জলহস্তীর মুখ দেখতে অবিকল মানুষের মতো! এমন দৃশ্য যে কারো মনোযোগ আকর্ষণ করবে এবং অনেকেই একে বাস্তব বলে বিশ্বাস করে ফেলবেন। ফলে, ভিডিওটি দ্রুত বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, টুইটার , ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ছড়িয়ে পড়ে।
ভাইরাল ভিডিওটি বিশ্লেষণ করে দেখতে পাওয়া যাচ্ছে, এটি আসলে একটি এডিট করা (edited) ভিডিও। মূল ভিডিওতে জলহস্তীর মুখ একেবারেই স্বাভাবিক ছিল এবং মানুষের মতো কোনো আকৃতি ছিল না। তবে, ভিডিওটি ডিজিটালভাবে সম্পাদিত করে এমনভাবে পরিবর্তন করা হয়েছে যাতে জলহস্তীটিকে মানুষের মুখের মতো দেখানো যায়।
আরও পড়ুন: Hug: আলিঙ্গনে বিষণ্ণতা দূর, ইনকাম ৭ হাজার

এ ধরনের ভুয়ো ভিডিও (viral video) সাধারণত কৌতুক (meme) বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য তৈরি করা হয়। অনেকেই বিনোদনের জন্য এডিট করা ভিডিও শেয়ার করে থাকেন, কিন্তু কিছু ক্ষেত্রে এসব ভিডিও মানুষকে বিভ্রান্ত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে (social media) এমন অনেক ব্যবহারকারী রয়েছেন যারা যাচাই না করেই যে কোনো কন্টেন্ট শেয়ার করেন, ফলে ভুয়ো তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। তাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া প্রতিটি কন্টেন্ট সত্য নয়, তাই শেয়ার করার আগে যাচাই করা উচিত। ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন এবং সবসময় নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হয়ে নিন।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/15r4zeEAGq/