দক্ষিণ ২৪ পরগনার বিদ্যাধরপুর স্টেশনে বৃহস্পতিবার ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। ট্রেন চলাচলের নিয়ম না মেনে রেললাইন পারাপারের চেষ্টা করায় এক যুবকের বাইক (bike) দুমড়ে-মুচড়ে গেল দ্রুতগতির ক্যানিং লোকালের (Canning Local) ধাক্কায়। যুবক নিজে অল্পের জন্য রক্ষা পেলেও, এই ঘটনার জেরে প্রায় ৪০ মিনিট ধরে ক্যানিং শাখায় ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, এক যুবক বাইক নিয়ে সোনারপুর ( Sonarpur) থেকে বিদ্যাধরপুর স্টেশনের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময়, বিদ্যাধরপুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল ডাউন ক্যানিং লোকাল। কিছুক্ষণ পরই ট্রেনটি হর্ন (horn) বাজিয়ে ধীরে ধীরে সোনারপুর ছেড়ে ক্যানিংয়ের (Canning) দিকে রওনা দেয়।
এদিকে, ওই যুবক তখন রেললাইন পার হচ্ছিলেন। আচমকা ট্রেন আসতে দেখে ভয় পেয়ে যান তিনি। আত্মরক্ষার জন্য দ্রুত বাইক ফেলে রেখেই দৌড়ে পালিয়ে যান। কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেন এসে সজোরে ধাক্কা মারে বাইকটিতে। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে বাইক, ট্রেনের নিচে এসে দীর্ঘ পথ পর্যন্ত টেনে নিয়ে যায় সেটিকে। ফলে লাইনের উপরেই বাইকটি কার্যত চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে।
আরও পড়ুন: http://Saltlake News: সল্টলেকে তরুণীকে মারধরের ঘটনায় অবশেষে গ্ৰেফতার মূল অভিযুক্ত!
এই দুর্ঘটনার ফলে বিদ্যাধরপুর স্টেশনে একপ্রকার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। লোকো পাইলট ট্রেন থামানোর চেষ্টা করলেও এত দ্রুত ঘটনার আকস্মিকতায় তা সম্ভব হয়নি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। লাইনে বিকল হয়ে পড়ে থাকা বাইক সরানোর কাজে লেগে যায় রেল কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী ইন্দ্রজিৎ দাস বলেন, “দু’জন যুবক রেললাইন পার হচ্ছিল। হঠাৎ তারা ট্রেনকে একদম কাছে চলে আসতে দেখে ভয় পেয়ে বাইক ছেড়ে পালিয়ে যায়। ট্রেনের লোকো পাইলট হয়তো ব্রেক কষার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। ট্রেনটি বাইকটিকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে এবং অনেকটা দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।” এই ঘটনার জেরে বিদ্যাধরপুর-সোনারপুর ( Sonarpur) -ক্যানিং শাখার ট্রেন চলাচল প্রায় ৪০ মিনিট ধরে বন্ধ ছিল। প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীরা (passengers) বিপাকে পড়েন। পরে রেল পুলিশ ও রেলকর্মীদের যৌথ প্রচেষ্টায় লাইন পরিষ্কার করা হয় এবং ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/15962J4Uoo/