Balurghat Meeting: বালুরঘাটে নর্থ বেঙ্গল বাসফোর সংগঠনের বৈঠক, দাবি পূরণের পর্যালোচনা

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার (Balurghat Meeting) কাছে কিছু গুরুত্বপূর্ণ দাবি পেশ করে নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। পৌরসভা (Balurghat Meeting) সেই দাবির মধ্যে বেশ কিছু দাবি মেনে নিয়েছে। তবে কিছু দাবি এখনো পূর্ণ হয়নি। এই প্রেক্ষিতে সংগঠনটি শুক্রবার বালুরঘাট হাই স্কুল মাঠে এক বিশেষ বৈঠক (Meeting) আয়োজন করে।

সংগঠনের জেলা সভাপতি বিজয় বাসফোর বৈঠকে বক্তব্যে বলেন, “আমরা যে দাবিগুলি উত্থাপন করেছিলাম, তার অনেকাংশই ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে। তবে এখনও কিছু দাবির ব্যাপারে পৌরসভা (Balurghat Meeting) সিদ্ধান্ত (Decision) নেয়নি। তাই সেগুলি নিয়ে আলোচনা করতে আজকের এই বৈঠক (Meeting) অনুষ্ঠিত হচ্ছে।”

আরও পড়ুন: Leopard: বনদফতরের তৎপরতায় বাঁচল চিতাবাঘ!

বৈঠকে সংগঠনের সদস্যরা তাদের দাবি পূরণের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন এবং ভবিষ্যতে কীভাবে সংগঠনের আন্দোলন আরো জোরদার করা যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আরও কিছু দাবি রয়েছে, যেগুলোর প্রতি সংগঠনের সদস্যদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ আছে। সংগঠনটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যতদিন না তাদের বাকি দাবিগুলি পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

সংগঠনের পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকে (Meeting) আরও আলোচনা হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেমন, সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন আদায়, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, এবং নতুন আন্দোলন কর্মসূচি নিয়ে পরিকল্পনা করা হয়। দলীয় সদস্যদের মধ্যে একত্রিত হয়ে দাবির প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত সদস্যরা ব্যক্ত করেন যে, তাদের আন্দোলন জোরদার করতে এবং দাবির পূরণ নিশ্চিত করতে যাতে তারা একসাথে কাজ করতে পারেন। সংগঠন সূত্রে খবর, তাদের আন্দোলন চলতে থাকবে, যতদিন না তাদের সমস্ত দাবি পূর্ণ হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT