নিউজ পোল ব্যুরো: বেলেঘাটার কালিমুদ্দিন সরকার স্ট্রিট এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (Beleghata Incident)। মৃত যুবকের নাম রোহন মণ্ডল (Rohan Mondal), বয়স সাতাশ বছর। বৃহস্পতিবার তার দেহ বাড়ির একটি ঘর থেকে উদ্ধার করা হয়। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনাকে ঘিরে তদন্ত শুরু করেছে। তবে এটি আত্মহত্যা (Suicide) নাকি পরিকল্পিত খুন (Murder), তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, রোহন তার দাদার সঙ্গে ওই বাড়িতে থাকতেন। তবে বছরখানেক আগে তার বিয়ে হলেও স্ত্রী আলাদা থাকতেন। ঘটনার দিন, বৃহস্পতিবার, রোহনকে বাড়ির একটি ঘরে বিছানার উপর নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার পিঠে রক্তের দাগ (Blood Stains) ছিল, যা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বেলেঘাটা থানায় (Beleghata Police Station)। পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের (Postmortem) জন্য পাঠায়।
আরও পড়ুন:- Mamata in Oxford: অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণ, ঠিক যা যা বললেন মমতা
রোহনের পরিবারের সদস্যদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে (Depression) ভুগছিলেন। এমনকি অতীতেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। সেই কারণে পরিবারের দাবি, এটি আত্মহত্যা হতে পারে। তবে তদন্তকারীরা অন্য দিকও খতিয়ে দেখছেন (Beleghata Incident)। বিশেষ করে, পিঠে রক্তের দাগ তাদের সন্দেহ বাড়িয়ে তুলেছে। সাধারণত আত্মহত্যার ক্ষেত্রে শরীরের পিছনে এমন ক্ষত থাকার সম্ভাবনা কম। তাই পুলিশের ধারণা, এটি একটি খুনের ঘটনা হতে পারে। পুলিশ আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিকে, রোহনের পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। পাশাপাশি, তাঁর ব্যক্তিগত জীবন, মানসিক অবস্থা এবং পারিপার্শ্বিক পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে। রোহনের স্ত্রী কেন আলাদা থাকতেন, তাদের দাম্পত্য সম্পর্কে কোনো সমস্যা ছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
রোহনের পিঠে থাকা রক্তের দাগ কি কোনো আঘাতের চিহ্ন? নাকি আত্মহত্যার আগে শরীরের কোনও জায়গায় আঘাত পেয়েছিলেন? যদি এটি খুন হয়ে থাকে, তাহলে হত্যার কারণ কী? এবং এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত? পুলিশ সব দিক থেকেই বিষয়টি বিশদভাবে খতিয়ে দেখছে। রোহন মণ্ডলের মৃত্যু আপাতত এক রহস্যে (Beleghata Incident) পরিণত হয়েছে। পরিবারের দাবি আত্মহত্যা, অথচ পুলিশের সন্দেহ খুনের দিকে। সত্য উদঘাটন করতে হলে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করতে হবে। পুলিশ ইতিমধ্যে সমস্ত দিক পরীক্ষা করে দেখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT