Dubrajpur: সিঙাড়ার চাটনি না পেয়ে সোজা ঘুসি, আটক কাউন্সিলর

অপরাধ জেলা

বীরভূমের দুবরাজপুরে (Dubrajpur) সিঙাড়া নিয়ে বচসার জেরে দোকান মালিক ও কর্মচারীকে মারধরের অভিযোগ উঠল এক কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ, দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিরউদ্দিনের (Sheikh Naziruddin) বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে কাউন্সিলরকে আটক করেছে দুবরাজপুর থানার পুলিশ। স্থানীয় দোকানদাররা তার কাউন্সিলরের গ্রেফতারের দাবিতে অনড়। তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তারা।

দুবরাজপুর (Dubrajpur) পৌরসভার (Corporation) ১৬ নম্বর ওয়ার্ডের শ্মশান সংলগ্ন এলাকায় কেশব দাসের একটি মিষ্টির দোকান রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে সিঙাড়া (Singara) কিনতে যান স্থানীয় কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন। তিনি চাটনি চাইলে দোকানদার তা দিতে পারেননি। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে কাউন্সিলর দোকান মালিক ও কর্মচারীকে মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা রাত আটটা থেকে জাতীয় সড়ক অবরোধ করেন। দুবরাজপুর থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ইদের বাজারের আগেই এই অবরোধে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এটাই প্রথম নয়। অভিযোগ, কিছুদিন আগেও দুবরাজপুর (Dubrajpur) ব্লক স্বাস্থ্যকেন্দ্রে (Health Centre) চিকিৎসা করাতে গিয়ে কর্তব্যরত এক নার্সকে মারধর করেছিলেন শেখ নাজিরউদ্দিন বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ায় তিনি বারবার ছাড় পেয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: Habra: মোবাইল চুরির অপবাদ, আত্মহত্যা গৃহবধূর

রাতে সদাইপুরের (Sadaipur) বাড়ি থেকে অভিযুক্ত কাউন্সিলরকে আটক করে দুবরাজপুর থানার পুলিশ। তবে ব্যবসায়ীরা তার গ্রেফতার (Arrest) না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/1BE4v2yyNc/