Earthquake: থাইল্যান্ড ভূমিকম্পে ত্রাতা ভারত, আশ্বাস প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: চোখের সামনে ধ্বংসযজ্ঞের দৃশ্য ধরা পড়ছে—বহুতল ভবনগুলি একে একে ভেঙে পড়ছে, ব্রিজগুলো ধসে যাচ্ছে, আর রাস্তার ফাটলগুলি আরও বিস্তৃত হচ্ছে। মাত্র ৭ মিনিটের মধ্যে দুটি শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) মায়ানমার (Mayanmar) পুরোপুরি ধ্বংসের পথে চলে গেছে। এই বিপর্যয়ের প্রভাব থাইল্যান্ডেও (Thiland) পড়েছে, বিশেষ করে রাজধানী ব্যাংককে (Bankok) । সেখানে একাধিক ভবন ভেঙে পড়েছে এবং অন্তত ৪৫ জন মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এই বিপর্যয়ের ঘটনায় উদ্বেগ (Anxiety) প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি আশ্বাস দিয়েছেন, ভারতের পক্ষ থেকে যথাসম্ভব সাহায্য (Help) করা হবে।

আরও পড়ুন: Donald Trump: ট্রাম্পের নতুন নির্দেশ!

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১:৩০-এ মায়ানমারের (Mayanmar) মান্ডলয়ে ৭.৭ মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়। যার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে। এই ভূমিকম্পের (Earthquake) শক্তিশালী প্রভাব পড়েছে মায়ানমার ছাড়াও থাইল্যান্ড (Thailand) ও ভিয়েতনামে (Vietnam)। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের প্রায় ১৭ মিলিয়ন মানুষ বাস করেন। এই অঞ্চলে অনেক উঁচু বিল্ডিং রয়েছে। যেগুলোর বেশ কিছু মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। এই প্রাকৃতিক দুর্যোগে (Natural disaster) বহু মানুষের প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা জরুরি বৈঠক ডাকতে বাধ্য হয়েছেন। এই মুহূর্তে ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে অন্তত ৪৫ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পর সুনামির কোনও আশঙ্কা নেই। যা কিছুটা স্বস্তির খবর।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

মায়ানমারের এই ভূমিকম্পের (Earthquake) প্রভাব ভারতেও অনুভূত হয়েছে। উত্তর-পূর্ব ভারতসহ কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, ভারতকে সব ধরনের সাহায্য দিতে প্রস্তুত। তিনি বিশেষভাবে মায়ানমার ও থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য বিদেশ মন্ত্রককে নির্দেশ দিয়েছেন।

বিপর্যয়ের পর সোশ্যাল মিডিয়ায় (Social media)একাধিক ভিডিও ভাইরাল (Viral) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মায়ানমারের একটি ব্রিজ নদীতে ভেঙে পড়ছে এবং ব্যাংককে এক নির্মীয়মাণ ভবন ধসে পড়ছে। এক অফিসের ভেতর থেকে রেকর্ড করা ভিডিওতে দেখা যাচ্ছে, পাশের ভবনের সুইমিং পুলের জল কম্পনের কারণে নিচে এসে পড়ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT