নিউজ পোল ব্যুরো: সল্টলেকের (Salt Lake) সুকান্তনগর সংলগ্ন বাসন্তী কলোনিতে শুক্রবার সন্ধ্যায় আচমকা আগুন (fire) লাগে। মুহূর্তের মধ্যে দুইটি ঝুপড়ি (slums) ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দারা দ্রুত ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

আরও পড়ুন:Salt Lake Stadium: যুবভারতীতে হকির জয়যাত্রা
ঘটনার খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন (fire engines) ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আসে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ (Bidhannagar South Police)। দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সঠিক কারণ (cause of fire) এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে কোনো হতাহতের (casualties) খবর নেই। আগুনের ঘটনায় বাসন্তী কলোনির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ RG Kar: আরজি করের ঘটনায় কতজন জড়িত, আদালতে রিপোর্ট দিল CBI
সল্টলেকের (Salt Lake) সুকান্তনগর সংলগ্ন বাসন্তী কলোনিতে শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে সন্দেহ। সন্ধ্যা দেওয়ার সময়ে ধূপ-ধুনো থেকে শর্ট সার্কিট হতে পারে বলে স্থানীয়দের অনুমান। বাঁশ-কাঠ দিয়ে তৈরি দর্মার ঘর থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পরে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে দমকলবাহিনী চলে আসায় বড় কোনও বিপদ হয়নি। স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনা নিয়ে সল্টলেকে পরপর বেশ কয়েকটি অগ্নিকান্ডের ঘটনা ঘটল। কিছুদিন আগেই একটি অগ্নিকান্ডের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছিল।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/