নিউজ পোল ব্যুরো: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগে রাজ্য সভাপতির পদে কে বসবেন, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। শনিবার সকালে নিউটাউন ইকোপার্কে (Newtown Ecopark) প্রাতঃভ্রমণে এসে প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) রাজ্যের বিভিন্ন ইস্যু (Issue). নিয়ে তাঁর মন্তব্য প্রকাশ করেন। তাঁর বক্তব্যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের নীতির সমালোচনা করেছেন। দিলীপ ঘোষের (Dilip Ghosh) মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিদেশ সফরের সময় ভারতের অর্থনীতির (Indian Economy) প্রশংসা করাটা রাজনৈতিক চালাকি ছাড়া কিছু নয়। তিনি বলেন, “মমতা যদি বিদেশে গিয়ে ভারতের প্রশংসা করেন, তবে দেশের মানুষের মনোভাবের প্রতি শ্রদ্ধা (Respect) রাখা উচিত ছিল।”
আরও পড়ুন: Murshidabad: মূল পাণ্ডার খোঁজে পুলিশ
তিনি (Dilip Ghosh) আরও বলেন, “মুখ্যমন্ত্রী গত দশ বছর ধরে শিল্প সম্মেলন করে কেবল প্রতিশ্রুতি দিয়েছেন অথচ রাজ্য থেকে বহু বড় কোম্পানি চলে গেছে। সরকার যে দাবি করছে রাজ্যে ব্যবসা বাড়ছে, তা কেবল কাল্পনিক।” তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ করেন, “যতসব প্রতিষ্ঠানের সাথে MOU স্বাক্ষরিত হয়েছে, তার বিস্তারিত প্রকাশ করুন।”

অন্যদিকে, মোথাবাড়িতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংস ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “মোথাবাড়ির হিন্দুরা যে শোভাযাত্রা বের করেছিল তার পরের দিনই তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। পুলিশের কার্যকলাপ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, ‘এদের দলদাসে পরিণত করা হয়েছে। তারা শান্তি বজায় রাখতে সক্ষম নয়।’
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এছাড়া, রাজ্যের সুশাসন নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, “রাজ্য সরকারের আস্থা ক্রমশ কমে যাচ্ছে। পুলিশ ও প্রশাসনের অক্ষমতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।”
দিলীপ ঘোষ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিসের বিদ্যুতের খরচ এবং অন্যান্য মৌলিক সেবার ওপরও তাঁর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “সরকারি অফিস, স্কুলগুলো বিদ্যুতের খরচ দিতে পারছে না অথচ সরকার জনগণের কাছ থেকে প্রতিনিয়ত অর্থ আদায় করছে। রাজ্যের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।”
দিলীপ ঘোষের এই মন্তব্যগুলি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনার আকারে প্রকাশিত হয়েছে এবং রাজনৈতিক মহলে এই বিষয়ে আলোচনার সৃষ্টি করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT