নিউজ পোল ব্যুরো: শহরের রাস্তায় নিরাপত্তা জোরদার করতে কলকাতা পুলিশ এক নতুন প্রযুক্তির সাহায্য নিতে চলেছে। এবার শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হচ্ছে ৩০০টি অত্যাধুনিক CCTV ক্যামেরা(AI-CCTV Kolkata), যা কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) দ্বারা পরিচালিত হবে। এই উন্নত ক্যামেরাগুলি শুধুমাত্র চিত্র ধারণই করবে না, বরং মানুষের অস্বাভাবিক নড়াচড়া শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে পুলিশের কন্ট্রোল রুমকে সতর্ক (Alert) করবে। নতুন এই CCTV সিস্টেমে ‘মোশন ডিটেকশন’ (Motion Detection) প্রযুক্তি রয়েছে, যা স্বাভাবিক চলাচল পর্যবেক্ষণ করলেও, অস্বাভাবিক উপস্থিতি শনাক্ত করলে অ্যালার্ম বাজাবে। বিশেষত, গভীর রাতে যদি ফাঁকা রাস্তায় সন্দেহজনক মানুষের নড়াচড়া লক্ষ্য করা যায়, তবে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে (Control Room) সতর্কবার্তা পৌঁছাবে।
আরও পড়ুন:- Pool Car: স্কুলগাড়ির নিরাপত্তা বাড়াতে, আয়োজন বিশেষ শিবির
শুধু তাই নয়, কেউ ক্যামেরার (AI-CCTV Kolkata) লেন্স ঢাকার চেষ্টা করলে, ছবি তোলায় বাধা দিতে গেলে বা ক্যামেরার আইপি অ্যাড্রেস (IP Address) পরিবর্তন করতে চাইলে, AI সেই অনিয়মও শনাক্ত করে সঙ্গে সঙ্গে পুলিশকে সতর্ক করবে। কোন কোন রাস্তায় এই উন্নত প্রযুক্তির CCTV বসানো হবে, তা নিয়ে পুলিশ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। ট্রাফিক নিয়ন্ত্রণ ও অপরাধ দমন, বিশেষ করে মহিলাদের সুরক্ষা আরও জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই নতুন CCTV ক্যামেরাগুলির মাধ্যমে কন্ট্রোল রুম থেকে নিরবিচারে নজরদারি চালানো যাবে। যদি কোনও অস্বাভাবিক ঘটনা ঘটে, পুলিশ আধিকারিকরা মনিটরের ফুটেজ দেখে সংশ্লিষ্ট থানাকে সতর্ক করবেন এবং প্রয়োজনে টহলরত পুলিশের গাড়িকে ঘটনাস্থলে পাঠানো হবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এআই-সমৃদ্ধ ক্যামেরাগুলির (AI-CCTV Camera) একটি বড় সুবিধা হল, এটি স্বয়ংক্রিয়ভাবে সন্দেহজনক পরিস্থিতি শনাক্ত করে পুলিশকে সতর্ক করতে সক্ষম। ফলে দুষ্কৃতীরা ক্যামেরা নষ্ট করার চেষ্টা করলেও, সেটি সহজে ধরা পড়বে। এমনকি যদি নেটওয়ার্ক বিভ্রাট ঘটে, তাও রেকর্ডারে(Recorder) পুরো ফুটেজ সংরক্ষিত রাখবে। শুধু কলকাতা নয়, ধাপে ধাপে রাজ্যের অন্যান্য জেলা ও কমিশনারেটেও এই ধরনের AI-চালিত অত্যাধুনিক CCTV বসানো হবে। এই প্রযুক্তির মাধ্যমে অপরাধ রোধ আরও কার্যকর হবে বলে মনে করছে পুলিশ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT