Shah Rukh-Kajal: কাজলের সঙ্গে বিয়ে নিয়ে শাহরুখের বিস্ফোরক মন্তব্য!

পেজ 3

নিউজ পোল ব্যুরো: নীল আকাশের নীচে, নিউ ইয়র্কের (New York) ব্যস্ত রাস্তায় ট্যাক্সিতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় জুটি— শাহরুখ খান এবং কাজল (Shah Rukh-Kajal)। তারা একসঙ্গে, একেবারে স্বামী-স্ত্রীর মতো! এমন দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন সেই ট্যাক্সিচালক। তার সন্দেহের উত্তর দিয়েছেন স্বয়ং শাহরুখ খান। আর তার কথাতেই ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর গুঞ্জন— তাহলে কি সত্যিই কাজল এবং শাহরুখ পালিয়ে গিয়ে বিয়ে করেছেন?

আরও পড়ুন:- Hrithik Roshan: পরিচালনার দায়িত্বে হৃত্বিক রোশন, আসছে ‘ক্রিশ ৪’

‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ (Dilwale Dulhania Le Jayenge) মুক্তির পর থেকেই বলিউডে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, কাজল ও শাহরুখের রিয়েল লাইফ প্রেম নাকি পর্দার থেকেও বেশি বাস্তব। তাদের (Shah Rukh-Kajal) অন-স্ক্রিন কেমিস্ট্রি এতটাই গভীর ছিল যে অনেকেই বিশ্বাস করতেন, এই সম্পর্ক শুধু অভিনয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। এমনকী, সেই সময় বলিপাড়ায় শোনা গিয়েছিল, শাহরুখ খান নাকি স্ত্রী গৌরী খানকে (Gauri Khan) ছেড়ে কাজলকে বিয়েও করতে পারেন!তবে এই গুঞ্জনের কারণে চিন্তিত হয়ে পড়েছিলেন কাজলের স্বামী অজয় দেবগণ (Ajay Devgn)। বলিউড মহলে গুঞ্জন, শাহরুখের সঙ্গে স্ত্রী কাজলের ঘনিষ্ঠতা মোটেও পছন্দ করতেন না তিনি। তাই নাকি কাজলও ধীরে ধীরে শাহরুখের থেকে দূরত্ব বাড়াতে শুরু করেন। দীর্ঘ বিরতির পর ২০১০ সালে করণ জোহরের (Karan Johar) বিখ্যাত ছবি ‘মাই নেম ইজ খান’ (My Name is Khan)-এর মাধ্যমে একসঙ্গে ফের পর্দায় ফিরেছিলেন শাহরুখ ও কাজল। ছবির শুটিং চলছিল নিউ ইয়র্কে, আর তখনই ঘটেছিল সেই মজার কাণ্ড।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

একদিন শুটিং শেষে শাহরুখ ও কাজল শহরের রাস্তায় ঘুরছিলেন একটি ট্যাক্সিতে চড়ে। তাদের একসঙ্গে দেখে অবাক হয়ে যান চালক। তিনি সরাসরি প্রশ্ন করেন, “আপনাদের দেখে তো বিবাহিত মনে হচ্ছে!” শাহরুখও সুযোগ হাতছাড়া করেননি। হেসে মজা করে উত্তর দেন, “শশশ! কাউকে বলবেন না। আমরা পালিয়ে বিয়ে করেছি!” তার সঙ্গে হাসতে শুরু করেন কাজলও। ট্যাক্সিচালকের কৌতূহল আরও বেড়ে যায়, আর সেই মুহূর্ত ক্যামেরায় বন্দি করে ফেলেন তিনি। মুহূর্তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নতুন করে ছড়িয়ে পড়ে শাহরুখ-কাজলের প্রেমের গুঞ্জন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তবে এটি নিছকই মজা, নাকি এর পেছনে কোনো লুকোনো সত্যি ছিল— তা নিয়ে আজও আলোচনা হয়। শাহরুখ-কাজলের বন্ধুত্ব, তাদের পর্দার রসায়ন এবং এই মজার ঘটনা— সব মিলিয়ে তাদের সম্পর্ক সব সময়ই বলিউডপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিল। যদিও বাস্তবে শাহরুখ গৌরীর প্রতি বরাবরই ছিলেন নিবেদিতপ্রাণ, আর কাজলও অজয়ের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটিয়েছেন। কিন্তু তাতে কী! সিনেমাপ্রেমীদের মনে চিরকাল অমর হয়ে থাকবে এই কিংবদন্তি জুটি এবং নিউ ইয়র্কের সেই বিখ্যাত ট্যাক্সি রাইডের গল্প!