WB Weather Forecast: মার্চের শেষে চরম গরম! তাপমাত্রা ছুঁতে চলেছে ৪০°

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: একদিকে উষ্ণতা বৃদ্ধির সতর্কবার্তা, অন্যদিকে কোথাও কোথাও (WB Weather Forecast) ঝড়বৃষ্টির সম্ভাবনা—এই দ্বৈত আবহাওয়ায় নাজেহাল রাজ্যবাসী। মার্চের শেষপ্রান্তেও (March Weather Update) আবহাওয়ার এমন খামখেয়ালিপনা জনজীবনে প্রভাব ফেলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) গরমের দাপট আরও বাড়বে, আর উত্তরে (North Bengal Weather) কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও চড়বে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলি, যেমন পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), পশ্চিম বর্ধমান (West Burdwan) এবং বীরভূমে (Birbhum) তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে।

আরও পড়ুন:- WB Weather Update: বুধবার থেকে রাজ্যে বৃষ্টি, জানুন কতদিন চলবে!

আগামী সাতদিনে কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Midnapore), পশ্চিম মেদিনীপুর (West Midnapore), মুর্শিদাবাদ (Murshidabad), নদিয়া (Nadia), ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান (East Burdwan) এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা নেই। এই সময়টায় দক্ষিণবঙ্গে (WB Weather Forecast) দিনের বেলা প্রবল রোদের দাপট অনুভূত হবে। বিশেষত, দুপুরের পর থেকে গরমের অস্বস্তি বাড়বে। কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature) দ্রুত বাড়ছে, এবং উইকেন্ডে তা ৩৬ ডিগ্রির কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ যখন তীব্র গরমে পুড়ছে, তখন উত্তরবঙ্গের (North Bengal) কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong) এবং জলপাইগুড়িতে (Jalpaiguri) শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রবিবার আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার থেকে ফের দার্জিলিং-সহ পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এছাড়াও, উত্তরবঙ্গের অন্যান্য অংশেও (North Bengal Weather Forecast) তাপমাত্রা বাড়বে। আগামী কয়েক দিনে এখানে পারদ ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। মার্চের শেষে এসেও দক্ষিণবঙ্গে (South Bengal Heatwave) চরম গরম অনুভূত হচ্ছে, যা আরও বাড়বে বলে পূর্বাভাস মিলেছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে (West Bengal Weather) আজ শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

আবহাওয়া ( WB Weather Forecast) দপ্তরের মতে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে উষ্ণতার গ্রাফ ঊর্ধ্বমুখী থাকবে। রবিবার পর্যন্ত তাপমাত্রা ৫-৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপর দু’দিন বিশেষ পরিবর্তন না হলেও গরমের দাপট অব্যাহত থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ খুব বেশি না হলেও, পার্বত্য এলাকায় কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে সামগ্রিকভাবে গোটা রাজ্যেই (West Bengal Weather Forecast) গরমের প্রকোপ বজায় থাকবে। তাই গরম থেকে বাঁচতে সবাইকে যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।