SMVT Bengaluru-Kamakhya AC Express: কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু বাঙালি যাত্রীর

breakingnews জেলা দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: রবিবার সকালে ওড়িশার(Odisha) কটকের (Cuttack) কাছে নেরগুন্ডি স্টেশন সংলগ্ন এলাকায় ১২৫৫১ বেঙ্গালুরু-কামাখ্যা এ.সি. সুপারফাস্ট এক্সপ্রেস (SMVT Bengaluru-Kamakhya AC Express) লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হয়েছে ট্রেনটির ১১টি কোচ। এখনও পর্যন্ত খবর মৃত্যু হয়েছে এক যাত্রীর আর আহত হয়েছেন ৮ জন। একমাত্র মৃত সেই যাত্রী বাঙালি। নাম শুভঙ্কর রায়। বাড়ি আলিপুরদুয়ার (Alipurduar)।

আর‌ও পড়ুন: Train Accident: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত এক্সপ্রেসের ১১টি কামরা

স্থানীয় সূত্রে খবর অসুস্থ মা’কে ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন বছর বাইশের শুভঙ্কর। আলিপুরদুয়ার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকার নেতাজী রোডের বাসিন্দা তিনি। তাঁর মা চিত্রা রায়ের হৃদযন্ত্রের সমস্যা ছিল। তাই চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু মায়ের কিছু না হলেও মৃত্যু হল ছেলের। ছেলের মৃত্যুশোকে পাগলের মত তাকে খুঁজতে থাকেন মা। ঘটনার (SMVT Bengaluru-Kamakhya AC Express) খবর পেয়েই তার বাড়িতে যান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের সহযোগিতার কথা পরিবারকে জানিয়েছেন তাঁরা।

কটকের জেলাশাসক দত্তাত্রয় ভাউসাহেব শিন্ডে নিহত এবং আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। যেখানেই জানা যায় মৃত ব্যক্তির নাম ও পরিচয় । সংবাদমাধ্যম তিনি জানিয়েছেন, “একজন নিহত হয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।‌” পূর্ব উপকূল রেলওয়ের (ECoR) মুখ্য জনসংযোগ আধিকারিক অশোক কুমার মিশ্র জানান যে রবিবার সকাল ১১.৫৪ মিনিটে এই দুর্ঘটনা (SMVT Bengaluru-Kamakhya AC Express) ঘটে। রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

বর্তমানে ঘটনাস্থল স্বাভাবিক করা গিয়েছে বলে খবর রেল সূত্রে। সিপিআরও মিশ্র এ‌ও জানান, আটকে পড়া যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। লাইনচ্যুতির কারণে তিনটি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এই ট্রেনগুলি হল ধৌলি এক্সপ্রেস, নীলাচল এক্সপ্রেস এবং পুরুলিয়া এক্সপ্রেস। চিকিৎসা ও কর্মসূত্রে অধিকাংশ বাঙালি‌ই চেন্নাই-ব্যাঙ্গালোর ছুটে যান। বছর দুয়েক আগেও দুর্ঘটনার কবলে পড়েছিল করমন্ডল এক্সপ্রেস। যে স্মৃতি আবার‌ও উস্কে দিল এদিনের দুর্ঘটনা। বারংবার দক্ষিণের সঙ্গে সম্পর্কিত এই ট্রেন গুলির সঙ্গে এইধরণের ঘটনায় প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষা নিয়ে।