Forecast Today Weather: প্রবল গরমে অতিষ্ঠ জনজীবন! কলকাতা-সহ কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি গরম?

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: চৈত্র মাসের শেষেই প্রবল গরমের দাপটে নাজেহাল দক্ষিণবঙ্গ (West Bengal Weather Update)। তাপপ্রবাহের (Heatwave) পরিস্থিতি না থাকলেও, তাপমাত্রার (Forecast Today Weather) ক্রমবর্ধমান উত্থান সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে ফেলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। বিশেষ করে কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় গরমের দাপট আরও তীব্র হবে। রাজ্যের পশ্চিমাংশে কিছু জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে।

আরও পড়ুন:-WB Weather: আবহাওয়ার রূপ বদল!

গত সপ্তাহে দক্ষিণবঙ্গে টানা ঝড়-বৃষ্টির (Rain and Storm) ফলে আবহাওয়া খানিকটা স্বস্তিদায়ক হয়েছিল। সকাল ও রাতের বেলায় (Forecast Today Weather) শীতল বাতাসের পরশ মিলেছিল, কিন্তু সে স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। আচমকাই আবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা, যা অসহনীয় গরমের সৃষ্টি করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে (North Bengal Weather) দার্জিলিং এবং কালিম্পঙে (Darjeeling & Kalimpong) হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, অন্যান্য জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী দু’দিনে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে গরমের দাপট অব্যাহত (Forecast Today Weather) থাকবে এবং স্বস্তির বৃষ্টি আসার কোনো ইঙ্গিত নেই। তাই আপাতত প্রচণ্ড গরমের মধ্যে স্বস্তি পেতে হালকা পোশাক পরা, পর্যাপ্ত জল পান করা এবং সরাসরি রোদ থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT