নিউজ পোল ব্যুরো: সোমবার গোটা দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ (Eid)। আর এর মাঝেই দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট স্টেশনে (Magrahat Station) ঘটল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার দুপুরে হঠাৎই আগুন জ্বলতে দেখা যায় স্টেশন চত্বরে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের জেরে একাধিক দোকান পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, প্ল্যাটফর্মে (Platform) দোকানগুলোর পরপর অবস্থানের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল (Fire Brigade)। চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ।
আরও পড়ুন:- Birbhum Incident: বিয়েতে ‘না’ বলায় অ্যাসিড হামলা, গ্রেফতার যুবক
সোমবার দুপুরে, ইদের দিন (Eid Day) যখন স্টেশন চত্বর (Magrahat Station) যাত্রীদের ভিড়ে জমজমাট, ঠিক তখনই ৩ নম্বর প্ল্যাটফর্মের একটি অবৈধ মোবাইল দোকান (Illegal Mobile Shop) থেকে আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সেই আগুন আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। স্টেশনের (Railway Station) ওই অংশটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, আগুনের লেলিহান শিখা এতটাই ভয়ঙ্কর ছিল যে দূর থেকে সহজেই তা চোখে পড়ছিল। প্রচণ্ড ধোঁয়া (Smoke) ছড়িয়ে পড়ায় গোটা এলাকা ঢেকে যায়। দমকল বাহিনী (Fire Brigade) ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা এবং ব্যবসায়ীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয়। অবশেষে, দমকল বাহিনীর দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এখনও কিছু কিছু স্থানে ‘পকেট ফায়ার’ (Pocket Fire) অবশিষ্ট রয়েছে বলে সূত্রের খবর।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এই অগ্নিকাণ্ডের (Magrahat Station) জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার (Sealdah South Section) ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রেল সূত্রে খবর, আগুন পুরোপুরি নিভে গেলে এবং ক্ষতিগ্রস্ত এলাকা নিরাপদ হলে তবেই স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হবে।