ICYMI Sports Update: কী ঘটলো রবিবার খেলার মাঠ জুড়ে?

আইপিএল ক্রিকেট ক্রীড়া ফুটবল

শুভম দে: ক্রিকেট (Cricket) থেকে ফুটবল (Football) রবিবার ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ (ICYMI Sports Update)। আইপিএলে (IPL 2025) ছিল ডবল হেডার। দুপুরে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস (SRH vs DC)। সন্ধ্যায় রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস (RR vs CSK)। ফুটবলে এক প্রদর্শনী ম্যাচে চেন্নাইয়ের জ‌ওহরলাল নেহেরু স্টেডিয়ামে ব্রাজিল লিজেন্ডসের বিরূদ্ধে নেমেছিল ইন্ডিয়া অলস্টার (India All Star vs Brazil Legends)। ছিল আইএস‌এলের (ISL) নক-আউট ম্যাচ‌ও। লা-লিগায় (La Liga) নেমেছিল বার্সেলোনা (Barcelona)। কী হল সেইসব ম্যাচে? কারা জিতল? কেই বা নজর কাড়ল? যদি আপনি মিস করে থাকেন তাহলে পড়ে নিন আমাদের প্রতিবেদন।

আরও পড়ুন: MI vs KKR: স্বস্তি ফিরিয়ে অনুশীলনে নারিন, মুম্ব‌ই ম্যাচের আগে ফুরফুরে নাইটরা

আসুন একনজরে দেখে নেওয়া যাক কোন ম্যাচে কি হল (ICYMI Sports Update):

আইপিএল ২০২৫ (ICYMI Sports Update)

দিল্লি ক্যাপিটালসের টানা দ্বিতীয় জয়:

চলতি আইপিএলে ছুটছে আরসিসি এবং দিল্লি ক্যাপিটালসের বিজয়রথ। রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদকে তাদের ঘরের মাঠে ৬ উইকেটে হারিয়ে টানা দুই ম্যাচে জয় ছিনিয়ে নিল অক্ষর প্যাটেলের দিল্লি। সানরাইজার্সের উঠতি প্রতিভা অনিকেত ভার্মা মাত্র ৪১ বলে ৭৪ রানের ইনিংস খেলে নিজের জাত চেনালেও ব্যর্থ হেড-অভিষেক সহ অন্যান্য ব্যাটাররা। প্রাক্তন কেকেআর পেসার মিচেল স্টার্ক একাই নিলেন পাঁচ উইকেট। কুলদীপ নিলেন তিন। তাঁদের দাপটে হায়দ্রাবাদের বিষ্ফোরক ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে মাত্র ১৬৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে ফাফ ডু প্লেসিসের ঝোড়ো হাফ-সেঞ্চুরি এবং অভিষেক পোড়েল-কে এল রাহুলদের যোগ্য সহযোগিতায় চার ওভার বাকি থাকতেই টার্গেটে পৌঁছে যায় দিল্লি। নয়া ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম ম্যাচে ব্যাট করতে নেমেই নজর কাড়লেন কে এল রাহুল। একটি ছয় এবং দু’টি চার সহযোগে মাত্র ৫ বলে ১৫ রান করেন তিনি। তবে হায়দ্রাবাদ হারলেও আইপিএল অভিষেকে তিন উইকেট নিলেন লেগ-স্পিনার জিশান আনসারি।

সংক্ষিপ্ত স্কোর:

সানরাইজার্স হায়দ্রাবাদ ১৬৩/১০ (১৮.৪)

অনিকেত ভার্মা ৭৪(৪১), হেনরিক ক্লাসেন ৩২(১৯)

মিচেল স্টার্ক ৫/৩৫(৩.৪), কুলদীপ যাদব ৩/২২(৪)

দিল্লি ক্যাপিটালস ১৬৬/৩ (১৬)

ফাফ ডু প্লেসিস ৫০(২৭), অভিষেক পোড়েল ৩৪(১৮)*

জিশান আনসারি ৩/৪২(৪)

দিল্লি ক্যাপিটালস জয়ী সাত উইকেটে।

রাজস্থান রয়্যালসের প্রথম জয়:

নিতীশ রানা এবং ওয়ানিন্দু হাসারঙ্গার অনবদ্য পারফরম্যান্সে ভর করে এবারের আইপিএলে প্রথম জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস। নিজেদের ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারাল তারা। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে পিঙ্ক আর্মি। প্রাক্তন নাইট অধিনায়ক নিতীশ রানা ৩৬ বলে ৮১ রান করেন। রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হ‌ওয়ার আগে তাঁকে বারবার স্ট্যান্ডে ফেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সি‌এসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়ারের অর্ধশতরান সত্ত্বেও জোফ্রা আর্চার-হাসারাঙ্গাদের দাপটে ১৭৬ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। চলতি আইপিএলের প্রথম মেডেন ওভার করেন ইংলিশ পেসার আর্চার। আগে নেমেও ম্যাচ ফিনিশ করতে ব্যর্থ হন মহেন্দ্র সিং ধোনি।

সংক্ষিপ্ত স্কোর:

রাজস্থান রয়্যালস ১৮২/৯ (২০)

নিতীশ রানা ৮১(৩৬), রিয়ান পরাগ ৩৭(২৮)

মাথিশা পাথিরানা ২/২৮ (৪), নুর আহমেদ ২/২৮(৪)

চেন্নাই সুপার কিংস ১৭৬/৬ (২০)

রুতুরাজ গায়কোয়ার ৬৩(৪৪), রবীন্দ্র জাদেজা ৩২(২২)*

ওয়ানিন্দু হাসারঙ্গা ৪/৩৫ (৪), জোফ্রা আর্চার ১/১৩(৩)

রাজস্থান রয়্যালস জয়ী ছয় রানে।

আই‌এস‌এল ২০২৪-২৫ (ICYMI Sports Update)

সেমিতে মোহনবাগানের প্রতিপক্ষ জামশেদপুর:

স্টিফেন এজে এবং জাভি হার্নান্দেজের গোলে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ২-০ গোলে হারিয়ে প্রথমবার আইএস‌এলের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে খালিদ জামিলের জামশেদপুর এফসি।

আগামী ৩ এপ্রিল প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে এবং ৭ এপ্রিল ফিরতি লেগে যুবভারতীতে মোহনবাগানের মুখোমুখি হবে তারা। একমাত্র ভারতীয় কোচ হিসেবে দলকে সেমিফাইনালে তুলে ইতিহাস গড়লেন খালিদ জামিল।

সংক্ষিপ্ত স্কোর:

জামশেদপুর এফসি ২
স্টিফেন এজে ২৯’
জাভি হার্নান্দেজ ৯০+৯’

নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ০

ইন্ডিয়া অল স্টার বনাম ব্রাজিল লিজেন্ডস প্রদর্শনী ম্যাচ

চেন্নাইয়ের জ‌ওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচে ইন্ডিয়া অল-স্টারকে ২-১ গোলে হারাল ব্রাজিল লিজেন্ডস। ব্রাজিলের হয়ে গোল করেন ভিয়োলা (৪৩’) এবং অলিভিয়েরা (৬৩’)। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন বিবিয়ানো ফার্নান্দেজ (৪৪’)। প্রশান্ত ব্যানার্জির তত্ত্বাবধানে ইন্ডিয়া অলস্টার দলে ছিলেন মেহতাব হোসেন, রহিম নবি, অ্যালভিটো ডি’ কুনহা, আই এম বিজয়নের মত কিংবদন্তিরা। অন্যদিকে দুঙ্গার কোচিংয়ে ব্রাজিল লিজেন্ডসের হয়ে খেলেন রোনাল্ডিনহো, রিভালদো, কাফুর মত বিশ্ব ফুটবল কাঁপানো সব নাম। ম্যাচটি ঘিরে যথেষ্ট আগ্রহ এবং উন্মাদনা লক্ষ্য করা যায় চেন্নাইয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

ইন্ডিয়া অল স্টার ১
বিবিয়ানো ফার্নান্দেজ ৪৪’

ব্রাজিল লিজেন্ডস ২
ভিয়োলা ৪৩’
অলিভিয়েরা ৬৩’

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

লা-লিগা (ICYMI Sports Update)

কাতালান ডার্বিতে বার্সেলোনা ৪-১ গোলে হারালো জিরোনাকে। দ্বিতীয়ার্ধে রবার্ট লেওয়ানডোস্কির জোড়া গোলে রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান দখল করল হানসি ফ্লিকের দল। শনিবার লেগানেসকে ৩-২ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে ছীল রিয়াল মাদ্রিদ।

রবিবারের এই জয়ের ফলে বার্সেলোনা ২৯ ম্যাচে ৬৬ পয়েন্টে পৌঁছাল। দ্বিতীয়ার্ধের শুরুতে ১-১ গোলে সমতায় ছিল দুই দল। এরপর ৬১ এবং ৭৭ মিনিটে ৩৬ বছর বয়সী তারকা ফুটবলার লেওয়ান্ডোস্কি দু’গোল করে এগিয়ে দেন দলকে। ‌এই নিয়ে চলতি মরশুমে ২৫টি গোল হয়ে গেল তাঁর। সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে তাঁর থেকে তিনটি গোল কম করে রয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে।

সংক্ষিপ্ত স্কোর:

বার্সেলোনা ৪
লাদিস্লাভ ক্রেজি ৪৩’ (আত্মঘাতী গোল)
রবার্ট লেওয়ানডোস্কি ৬১’, ৭৭’
ফের্নন্দো টোরেস ৮৬’

জিরোনা ১
আরনট গ্রোয়নেভেল্ড ৫৩’