নিউজ পোল ব্যুরো: ব্যবসায়ীদের (Businessman) জন্য স্বস্তি! একলাফে কমল বাণিজ্যিক গ্যাসের (Commercial Gas) দাম। এই নতুন দাম কার্যকর হতে যাচ্ছে ১ এপ্রিল থেকে অর্থাৎ মঙ্গলবার (Tuesday) থেকেই। সিলিন্ডার (Cylinder) প্রতি ৪১ টাকা কমানো হয়েছে। ফলে কলকাতায় (Kolkata) ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস (Commercial Gas) সিলিন্ডারের দাম এখন ১ হাজার ৮৭২ টাকা, যা মার্চে ছিল ১ হাজার ৯১৩ টাকা। এই পরিবর্তনের ফলে ব্যবসায়ীরা (Businessman) কিছুটা উপকার পাবেন, কারণ তাদের খরচ কমবে। তবে, সাধারণ গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকবে। ফলে গৃহস্থালির গ্যাসে (Household gas) কোনও নতুন দাম পরিবর্তন আসবে না।
আরও পড়ুন: Delhi News: কিশোরের হাতে স্টিয়ারিং, প্রাণ কাড়ল শিশুর
এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে যে, ১ এপ্রিল থেকে কলকাতায় (Kolkata) নতুন দাম কার্যকর হবে। এর আগে ফেব্রুয়ারি মাসে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের (Commercial Gas) দাম ছিল ১ হাজার ৯০৭ টাকা এবং জানুয়ারিতেও দাম কিছুটা কমানো হয়েছিল। মার্চ মাসে কিছুটা দাম বৃদ্ধি হলেও এপ্রিলের প্রথম দিন থেকেই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বইয়ে (Mumbai) বর্তমানে বাণিজ্যিক গ্যাসের দাম ১ হাজার ৭১৪ টাকা, দিল্লি এবং চেন্নাইতে (Chennai) যথাক্রমে ১ হাজার ৭৬২ টাকা এবং ১ হাজার ৯২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে প্রতিমাসে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। এর ফলে ব্যবসায়ীদের জন্য খরচ কম হওয়ায় তাদের লাভের পরিমাণ বাড়বে, বিশেষত হোটেল, রেস্তরাঁ ও ক্যাটারিং সার্ভিসগুলির ক্ষেত্রে। গ্যাসের দাম বাড়লে তা সরাসরি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে।এটি অন্যান্য খাতে যেমন এলপিজি চালিত গাড়ির মালিকদের উপরও প্রভাব ফেলে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে যায়। কিন্তু এপ্রিল মাসের জন্য অন্তত ব্যবসায়ীরা একটু স্বস্তি পাচ্ছেন কারণ গ্যাসের দাম কমে যাওয়ার ফলে তাদের খরচ কিছুটা কমবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT