নিউজ পোল ব্যুরো: লেকটাউনের এক জনপ্রিয় বিরিয়ানি (Biryani) দোকানে মাংসে মিলল পোকা (Insect in Meat)! রবিবার রাতে এই ঘটনা (Laketown Incident) প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনা সামনে আসতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রবিবার রাত ১১টা নাগাদ এক ক্রেতা লেকটাউনের ওই জনপ্রিয় বিরিয়ানির দোকান থেকে একাধিক প্যাকেট মটন বিরিয়ানি কেনেন। বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের সঙ্গে বিরিয়ানি খেতে বসতেই চাঞ্চল্যকর দৃশ্য চোখে পড়ে! মাংসে ছোট ছোট পোকা নড়াচড়া করছে! সঙ্গে সঙ্গেই ক্ষোভের সৃষ্টি হয় পরিবারের মধ্যে। পরিবারের সদস্যরা দোকানের বিরুদ্ধে সরব হন মুহূর্তের মধ্যে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য ক্রেতারাও।
আরও পড়ুন:- Masterplan : ঘাটালবাসীর স্বপ্ন পূরণে, নিজের বাড়ি ভেঙে দিতে রাজি পুরপ্রধান
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের একটি দল বিরিয়ানির দোকানে অভিযান চালায়। দোকানের পাঁচ কর্মচারীকে আটক করে পুলিশ। মঙ্গলবার ভারত সরকারের খাদ্য সুরক্ষা দফতরের (Food Safety Department) আধিকারিকেরা তদন্তে আসেন। এনজেপি থানার পুলিশের সহযোগিতায় তারা দোকানে যান। দোকান খুলে সমস্ত খাদ্যসামগ্রী পরীক্ষা করেন এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করেন। খাদ্য সুরক্ষা দফতর সূত্রে খবর , সংগ্রহ করা নমুনাগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পরই আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
ঘটনা (Laketown Incident) সামনে আসার পর শহরজুড়ে বিরিয়ানির মান ও খাবারের নিরাপত্তা (Food Safety) নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে, স্বল্প মূল্যের বিরিয়ানি বিক্রি করা অনেক দোকানে খাদ্যমান ঠিক রাখা হচ্ছে কিনা, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, “এই দোকান দীর্ঘদিন ধরেই সস্তায় বিরিয়ানি বিক্রি করে। কিন্তু এই নিয়ে আগে কখনো কেউ তেমন প্রশ্ন তোলেননি। আজকের ঘটনা প্রমাণ করে, এখানে দীর্ঘদিন ধরেই গুণগত মানের সঙ্গে আপস করা হচ্ছে।”বিরিয়ানি প্রেমীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, “এই ধরনের ঘটনা কি শুধু একবারই ঘটল, নাকি এর আগেও আমরা অজান্তেই নিম্নমানের খাবার খেয়ে ফেলেছি?”