BJP’s New Face: বিজেপির ৭০ শতাংশই নতুন মুখ!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্য বিজেপি (BJP) দলের সাংগঠনিক নির্বাচন। এর আগে ২৫ টি জেলার সভাপতির (BJP’s New Face) নাম ঘোষণা হলেও,বাকি জেলার সভাপতির নাম ঘোষণা করা হচ্ছে না কেন? এই নিয়ে আগেই তৈরি হয়েছে বিভ্রান্তি। তাই এবার ৮টি সাংগঠনিক জেলার নতুন সভাপতির (BJP’s New Face) নাম ঘোষণা করেছে পদ্ম শিবির। এই আট জেলার মধ্যে একমাত্র বীরভূমের (Birbhum) সভাপতি ধ্রুব সাহাই পুরোনো মুখ হিসেবে বহাল রয়েছেন। বাকি সাতটি জেলার সভাপতির পদে নতুন মুখ আনা হয়েছে। দলের সাংগঠনিক নির্বাচন (Organizational Elections) দ্রুত শেষ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন (Assembly elections) অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে, সাংগঠনিক নির্বাচন সময়সাপেক্ষ হওয়ায় বিভিন্ন জায়গায় থমকে যায়। সেকারণে কিছু প্রশ্নও উঠেছে। অনেকেই ধারণা করছেন, গোষ্ঠী দ্বন্দ্বের (Group conflict) কারণে নির্বাচনের গতি থমকে যেতে পারে।

আরও পড়ুন: Dilip Ghosh: মমতার রাজ্যে সংবিধান নেই: দিলীপ ঘোষ

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) কিছুদিন আগে জানিয়েছিলেন, শীঘ্রই বাকি জেলার সভাপতির নামও ঘোষণা করা হবে। সেই ঘোষণা অনুসারে বুধবার ৮টি জেলার সভাপতির নাম প্রকাশ করা হয়েছে। নতুন সভাপতি হয়েছেন আলিপুরদুয়ারে (Alipurduar) মিঠু দাস, বহরমপুরে (Behrampur) মলয় মহাজন, ডায়মন্ড হারবারে (Diamond Harbour) সোমা ঘোষ, হাওড়া (Howrah) গ্রামীণে দেবাশিস সামন্ত, মেদিনীপুরে (Midnapore) সমিত কুমার মণ্ডল, বিষ্ণুপুরে সুজিত অগাস্তি, বোলপুরে শ্যামাপদ মণ্ডল।

বিজেপি (BJP) সিদ্ধান্ত (Dicision) নিয়েছিল কোনও বিধায়ক বা সাংসদ জেলা সভাপতি পদে থাকবেন না। সেক্ষেত্রে বেশ কিছু বিধায়ককে সভাপতি পদ থেকে সরানো হয়েছে। যেমন, বিষ্ণুপুর (Bishnupur) জেলায় অমরনাথ শাখা, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গাকে (Manoj Tigga) সরিয়ে নতুন নেতৃত্ব আনা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এখন পর্যন্ত ৩৩টি জেলার সভাপতির নাম (BJP’s New Face) ঘোষণা করা হয়েছে। যার মধ্যে ৯ জন পুরানো মুখ এবং ২৪ জন নতুন। মোটামুটি ৭০% জেলার সভাপতি নতুন মুখ। এই নতুন মুখদের নিয়ে বিজেপি কি ২০২৬ সালের নির্বাচনে সফলতার শিখরে পৌঁছাতে চায়, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।