Air Force fighter jet: ভেঙে পড়ে টুকরো টুকরো ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান, কেমন আছেন পাইলটরা

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনা। গুজরাটের জামনগরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান (Air Force fighter jet)। ঘটনায় একজন পাইলট (pilot ) আহত হয়েছেন। আরেকজন পাইলটের এখনও খোঁজ মেলেনি। যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনার একটি ভিডিও (ভিডিও যাচাই করেনি নিউজ পোল বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বুধবার গুজরাটের জামনগরে ( Gujarat’s Jamnagar) বিমান বাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান ( Jaguar aircraft ) ভেঙে পড়ে বলেই খবর। যুদ্ধবিমানের আরও একজন পাইলট নিখোঁজ রয়েছেন বলেই সূত্রের খবর। জেলা পুলিশ সুপার প্রেমসুখ দেলু জানিয়েছেন, “বিমানটি দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পর আগুন ধরে যায়। পুলিশ এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পাইলটের সন্ধান শুরু করেছেন।” স্থানীয়রা যুদ্ধবিমান ভেঙে পড়ার পরেই ঘটনাস্থলে জড়ো হয়েছিল এবং আহত পাইলটকে মাটিতে পড়ে থাকতে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত করে জানা যায়নি। দুর্ঘটনাস্থল থেকে ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে, এলাকাটি আগুন এবং ধোঁয়ায় আচ্ছন্ন হতে দেখা যাচ্ছে। একজন ব্যক্তিকে গুজরাটি ভাষায় কথা বলতে শোনা গিয়েছে যিনি ফায়ার ব্রিগেডকে খবর দিতে বলছেন।

আরও পড়ুনঃ Modi-Yunus: খুব শিগগিরই মোদী-ইউনূস বৈঠক, দাবি বাংলাদেশের, কী বলছে দিল্লি?

সূত্রের খবর, বুধবার রাত ৯:৫০ মিনিটের দিকে যুদ্ধবিমান (Air Force fighter jet) দুর্ঘটনার খবর প্রথম পাওয়া যায় খবর পেয়েই একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছায়। আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনায় কোনও স্থানীয় আহত হননি, তবে খোলা মাঠে বিমানটি ভেঙে পড়ায় একটি বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সিস্টেমের ত্রুটির কারণে হরিয়ানার পঞ্চকুলার কাছে একই জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ার প্রায় এক মাস পর এই ঘটনাটি ঘটল। পাইলট নিরাপদে বেরিয়ে যাওয়ার আগে বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিতে সক্ষম হয়েছিলেন। বিমানটি আম্বালা বিমানঘাঁটি (Ambala airbase ) থেকে একটি প্রশিক্ষণ অভিযানের জন্য উড্ডয়ন করেছিল।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr