SSC Recruitment Scam : বাতিল হয়ে গেল ২৬ হাজারের চাকরি, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

breakingnews আইন দেশ রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: হাইকোর্টের (Calcutta High Court ourt) নির্দেশই বহাল রইল সুপ্রিম কোর্টে (Supreme Court)। বাতিল হয়ে গেল ২০১৬ সালের এসএসসি নিয়োগ (SSC Recruitment) প্রক্রিয়া। এর ফলে চাকরি হারালেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। তাঁদের ফেরত দিতে হবে বেতনও। বৃহস্পতিবার এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় এই রায়ই দিল দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুন: Dilip Ghosh : “ওদের উৎসব তো গিয়েছে! নেত্রী নামাজ পড়লেন!” রাম নবমী নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ,  ‘কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজনীয়তা আমরা বোধ করছি না।’ এদিনের রায়ে শীর্ষ আদালত জানিয়েছে, অবৈধ শিক্ষকদের টাকা ফেরত দিতে হবে। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।” শীর্ষ আদালতের নির্দেশ, সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের SSC-এর মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তাঁরা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন।

এসএসসি নিয়োগ (SSC Recruitment) প্রক্রিয়ায় যেভাবে দুর্নীতি হয়েছে তাতে যোগ্য যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব নয়। তবে শীর্ষ আদালতের নির্দেশে ২৬ হাজার জনের চাকরি বাতিল হলেও মানবিকতার খাতিরে চাকরি থকাছে নলহাটির ক্যানসার আক্রান্ত সোমা দাসের। সোমা দাস চাকরিতে বহাল থাকবেন বলেই জানিয়েছে শীর্ষ আদালত। এদিন বাতিল হওয়া চাকরি পার্থীদের  ১২ শতাংশ হারে বেতন ফেরানোর নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr