Social Media Viral: প্রেমিকার বাড়ি থেকে মুরগি চুরি, গ্রেফতার প্রেমিক

Tren vinal অপরাধ অফবিট আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: প্রেমিকার মুরগি চুরির (Social Media Viral) অভিযোগে গ্রেফতার‌ যুবক। কি বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস করতে কষ্ট হলেও, বাস্তবটা ঠিক এমনই! প্রেমঘটিত সম্পর্ককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের (United States) ওয়াশিংটন (Washington) অঙ্গরাজ্যে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। প্রেমিক-প্রেমিকার সম্পর্কের টানাপোড়েনের মধ্যে মুরগি (chicken) চুরির মতো অবিশ্বাস্য ঘটনা এখন শিরোনামে।

সূত্রের খবর অনুযায়ী, ওয়াশিংটনের (Washington)এক তরুণ তার প্রেমিকার বাড়ি থেকে মুরগি চুরি (ChickenTheft) করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার (arrested) হয়েছেন। প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর তিনি নাকি প্রতিশোধ নিতে এই কাজটি করেছেন। মুরগি চুরি ‘সাধারণ’ মনে হলেও, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এটি একটি গুরুতর অপরাধ (crime)। বিশেষ করে যদি তা ব্যক্তিগত শত্রুতার কারণে ঘটে থাকে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা হতবাক। কেউ কেউ আবার রীতিমতো কৌতূহলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন। অনেকে বলছেন, প্রেমের সম্পর্ক ভাঙলেও এমন প্রতিশোধমূলক আচরণ কখনোই কাম্য নয়।

ভাইরাল ভিডিওটি দেখুন:https://x.com/KitsapCoSheriff/status/1907178901014733134?t=-QzZXqgwGeyjy6AbQuYurg&s=19

পুলিশ জানিয়েছে, প্রেমিকার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্ত যুবকের পরিচয় নিশ্চিত করে। তাকে গ্রেফতারের তোলা হয় আদালতে। এই ঘটনা সামাজিক মাধ্যমে (Social Media Viral) রীতিমতো ভাইরাল হয়েছে। নেটিজেনরা নানা রকম মজার মন্তব্য করছেন, কেউ বলছেন, ‘ভালোবাসা না থাকলেও মুরগির প্রতি যে ভালোবাসা ছিল, তা প্রমাণ হয়ে গেছে!’ এই ঘটনা আবারও প্রমাণ করে দিল, প্রেমে পড়লে মানুষ কতটাই না অদ্ভুত কাজ করতে পারে। তবে প্রেমের পথে প্রতিশোধের জন্য এমন অমানবিক বা আইনবিরুদ্ধ সিদ্ধান্ত যে কখনোই যুক্তিসঙ্গত নয়, সেটাও স্পষ্ট।

আরও পড়ুন: Manoj Kumar: চলচ্চিত্রে মহানায়কের চিরবিদায়ে শোকাহত প্রধানমন্ত্রী

এই মুরগি চুরি কাণ্ড (chicken theft incident) হয়তো অনেকেই হালকা ভাবে নিচ্ছেন, কিন্তু এর মাধ্যমে উঠে এসেছে সম্পর্কের ভাঙন এবং মানসিক প্রতিশোধের একটি তীব্র চিত্র। সমাজকে (Social Media Viral) এসব ঘটনার থেকে শিক্ষা নিতে হবে, যেন আবেগের বশে কেউ কখনো অপরাধে না জড়িয়ে পড়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/shorts/44DkUodHneg?feature=share