নিউজ পোল ব্যুরো: চৈত্র মাস মানেই নতুন বছরের আগমনের সূচনা। আর এই মাসেই আসে চৈত্র নবরাত্রি (Chaitra Navratri) দেবী দুর্গার আরাধনার এক বড় উৎসব। ২০২৫ সালের ৩০শে মার্চ থেকে শুরু হয়ে ৬ই এপ্রিল পর্যন্ত চলবে এই ন’দিনের উৎসব। এই সময়কে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। দেবী দুর্গার নয়টি রূপ (Navdurga)-এর পূজা করা হয় এই সময়। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ীও, এই সময় আত্মশুদ্ধি, ভক্তি ও দেবী দর্শনের আদর্শ সময়।
চৈত্র নবরাত্রি শুরু হয় শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে। শুরুতেই হয় ঘট স্থাপন (Kalash Sthapana)। এরপর প্রতিদিন ভিন্ন রূপে দেবীর পূজা হয়। নবমীর দিন পালন করা হয় রামনবমী (Ram Navami)। এই দিনেই ভগবান রামের জন্ম হয়েছিল বলে বিশ্বাস। অষ্টমী ও নবমী তিথি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনগুলিতে বহুস্থানে হয় যজ্ঞ (Yajna) ও কন্যা পূজা (Kanya Pujan)। এই নবরাত্রি শুধু পূজার উৎসব নয়, এটি আত্মশুদ্ধির, সংকল্প ও শুদ্ধ আচরণের সময়ও। তাই এই সময় কিছু নিয়ম বা টোটকা (Totka) মেনে চললে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসতে পারে বলে বিশ্বাস করা হয়।

আরও পড়ুন:Social Media Viral: প্রেমিকার বাড়ি থেকে মুরগি চুরি, গ্রেফতার প্রেমিক
নিচে রইল ১০টি কার্যকরী টোটকা, যা চৈত্র নবরাত্রিতে মেনে চললে আপনার জীবনে আসতে পারে ইতিবাচক পরিবর্তন –
১. পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন:
নবরাত্রির প্রথম দিন থেকেই প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। ঘুম থেকে উঠে বিছানাটি পরিপাটি করে রাখা উচিত। এতে জীবনে শৃঙ্খলা আসে এবং শুভ শক্তির প্রবাহ ঘটে।
২. স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন:
প্রতিদিন পূজার আগে স্নান করে পরিষ্কার এবং সুগন্ধিযুক্ত বস্ত্র পরুন। নিজেকে যতটা সম্ভব শুদ্ধ ও পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন।
৩. ঘরদোর ঝকঝকে রাখুন:
নবরাত্রির সময় বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার রাখুন। কোথাও ময়লা জমতে দেবেন না। অন্ধকার বা অব্যবহৃত কোণগুলিতে আলো দিন ও সুগন্ধী ছড়িয়ে দিন। বিশ্বাস করা হয়, পরিষ্কার ঘরে দেবী স্বয়ং আগমন করেন।
৪. এই সময় চুল, নখ ও দাড়ি না কাটাই শ্রেয়:
শাস্ত্রমতে, এই ন’দিন চুল, নখ ও দাড়ি না কাটাই শ্রেয়। এটি ব্রহ্মচর্য রক্ষা ও একাগ্র সাধনার প্রতীক।
৫. ফল দিয়ে দেবীকে তুষ্ট করুন:
দেবীকে প্রতিদিন তাজা ফল নিবেদন করুন। নিজেও নিরামিষ বা ফলাহার করুন। এতে শরীর ও মন দুটোই শুদ্ধ থাকে।
৬. দান করুন, গরিবের মুখে হাসি ফোটান:
এই সময় গরিব ও দুঃস্থদের বস্ত্র, খাবার বা অর্থ দান করুন। এতে দেবী সন্তুষ্ট হন ও আপনার জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসেন।
৭. ঘট স্থাপন করুন ও পূজায় মন দিন :
বাড়িতে পবিত্রভাবে ঘটে জল, ডাব ও আমপাতা দিয়ে ঘট স্থাপন করুন। প্রতিদিন দেবীকে আরতি ও মন্ত্রপাঠে পূজা করুন।
৮. ঘট খালি রাখবেন না: পূর্ণ রাখুন পবিত্র উপকরণে ঘটের মধ্যে ডাব, আমপাতা ও গঙ্গাজল রাখুন। এটি শুভ লক্ষণ এবং শক্তির প্রতীক।
৯. নিজেকে শান্ত রাখুন:
এই ন’দিন যতটা সম্ভব কম কথা বলুন। রাগ, ক্রোধ ও হতাশা থেকে নিজেকে বিরত রাখুন। মনের শান্তিই দেবীর কাছে পৌঁছনোর পথ।
১০. সন্ধ্যায় দীপ জ্বালান:
প্রতিদিন সন্ধ্যায় ঘর, পূজাস্থান ও তুলসী গাছে প্রদীপ জ্বালান। এতে নেগেটিভ শক্তি দূর হয় এবং শুভ শক্তির প্রবেশ ঘটে (Chaitra Navratri) ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/shorts/44DkUodHneg?feature=share