Fountain Pen: ১৫ লক্ষের কলমের উৎসব শহরে

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মনে আছে সেই জাদুকরী কলমের কথা? যা আধুনিক যুগে প্রায় অবহেলিত! ফাউন্টেন পেনের (Fountain Pen) কথা শুনলে আজকাল মনে হয় এটাই কি সেই জাদুকরী কলম? যে পেন দিয়ে অগণিত কবিতা,উপন্যাস রচিত হয়েছে রবীন্দ্রনাথ থেকে বঙ্কিমচন্দ্রের হাতে। ছোটবেলায় আমরা সবাই পেন্সিল (Pencil) ব্যবহার করলেও আস্তে আস্তে ঝরনা পেন বা ফাউন্টেন পেনের (Fountain Pen) প্রতি আকর্ষণ তৈরি হয়। যদিও ডিজিটাল যুগে লেখালেখির ধরন পরিবর্তিত হয়েছে, তবুও বহু মানুষ এখনো নিয়মিত ফাউন্টেন পেন (Fountain Pen) ব্যবহার করে থাকেন। এমনকি কিছু মানুষ এই পেন (Pen) সংগ্রহকেই নিজেদের শখ বা নেশা বানিয়ে ফেলেছেন।

আরও পড়ুন: Rajarhat shoot Out: রাজারহাটে ভরদুপুরে চলেছিল গুলি, গ্রেফতার ২ ‌

ফাউন্টেন পেন নিয়েই এবার বিশেষ অনুষ্ঠান উদযাপিত কলকাতায় (Kolkata)। কলকাতা (Kolkata) এবং বাংলা জুড়ে এখন নানা ধরনের উৎসবই পালিত হয়। কিন্তু এবার এক বিশেষ উৎসব কলকাতায়—ফাউন্টেন পেন মহোৎসব! ৪ এপ্রিল থেকে দক্ষিণ কলকাতার ICCR-এ শুরু হয়েছে তিন দিনব্যাপী এই উদযাপন। যেখানে শুধু পেনই (Pen) নয়, পেনের প্রতি ভালোবাসাও আলোচিত হচ্ছে। এই উৎসবে এমন এমন পেন প্রদর্শিত হচ্ছে, যার মূল্য ১০০ টাকার ছোট পেন থেকে শুরু হয়ে ১৫ লক্ষ টাকার অত্যন্ত বিলাসবহুল ফাউন্টেন পেন।

এ বছর আয়োজিত এই মহোৎসবে ২১টি কোম্পানি (Company) অংশ নিয়েছে এবং প্রায় চার হাজার পেনের কালেকশন প্রদর্শিত হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে এমন এক্সক্লুসিভ পেনও (Exclusive Pen) রয়েছে যার মূল্য ১৫ লক্ষ টাকা! এই পেনটি ১৮ ক্যারেট সাদা সোনার নিপ দিয়ে তৈরি এবং এর গায়ে অ্যালবার্ট আইনস্টাইনের (Albert Einstein) প্রতি শ্রদ্ধা (Respect) নিবেদন করতে বিশেষ কারুকাজ করা হয়েছে। উৎসবে অংশগ্রহণকারী এক পেন বিক্রেতা জানান, এই পেনটি শুধু প্রদর্শনীর জন্য আনা হয়েছে এবং ভবিষ্যতে এমন ৫০ লক্ষ টাকার পেনও প্রদর্শিত হতে পারে।

এই উৎসবের উদ্যোক্তা প্রসেনজিৎ গুছাইত বলেন, “আমাদের উদ্দেশ্য হলো ফাউন্টেন পেনের ঐতিহ্য ফিরিয়ে আনা। কলকাতার (Kolkata) মানুষের লেখালেখি এবং সৃজনশীলতার প্রতি যে ভালোবাসা রয়েছে, তা ধরে রাখতে এই ধরনের উৎসব গুরুত্বপূর্ণ।” একদিকে যেমন এটি পেন প্রেমীদের জন্য এক দারুণ অভিজ্ঞতা, তেমনি লেখালেখির প্রতি মানুষের আগ্রহ বাড়াতে সাহায্য করছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই উৎসবটি শুধুমাত্র পেন প্রদর্শন নয়, এটি একটি সাংস্কৃতিক উদযাপনও হয়ে উঠেছে, যেখানে সকলেই একসাথে ফাউন্টেন পেনের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছেন।