নিউজ পোল ব্যুরো : ফিরল ফিল হিউজসের (Phil Hughes) ঘটনার স্মৃতি। খেলা চলাকালীন মাথায় গুরুতর চোট পেলেন পাকিস্তানের ওপেনার ইমাম উল হক (Imam Ul Haq)। ঘটনাটি ঘটেছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (PAK Vs NZ), তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন। তবে হিউজেসের মত বাউন্সারে ধরাশায়ী হননি ইমাম। তাঁর ক্ষেত্রে বিষয়টি অনেকটাই অপ্রত্যাশিত। ফিল্ডারের ছোঁড়া বল সরাসরি তাঁর মাথায় এসে লাগে।
আরও পড়ুনঃ Indian Cricket Team : প্রস্তুতি ছাড়াই ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবেন রোহিতরা
পাকিস্তান ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা। জ্যাকব ডাফির বল হালকা পুশ করে রান নিতে দৌড়ান ইমাম উল হক (Imam Ul Haq)। সেই সময় এক কিউই ফিল্ডার নন স্ট্রাইকার’স এন্ডের দিকে বল ছুঁড়ে আউট করতে চেয়েছিলেন ইমামকে। কিন্তু বলটি উইকেটে তো যায়ইনি, বরং ইমামের মাথায় এসে লাগে। ততক্ষণে অবশ্য ক্রিজে পৌঁছে গিয়েছিলেন পাক ওপেনার। বল তাঁর মাথায় এসে লাগামাত্রই ইমামের হাত থেকে পড়ে যায় ব্যাট। হেলমেট খুলে মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি।

ইমামের (Imam Ul Haq) চোখমুখই বলে দিচ্ছিল কতটা অস্বস্তিতে রয়েছেন তিনি। দ্রুত স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনা স্বভাবতই উস্কে দিচ্ছে ফিল হিউজেসের অকাল প্রয়াণের স্মৃতি। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শন অ্যাবটের বাউন্সারে মাথায় গুরুতর চোট পান অজি ওপেনার। হাসপাতালে দুদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
এদিকে ইমামের চোট কতটা গুরুতর বা এখন তিনি কেমন আছেন, সে সম্পর্কে কোনও আপডেট দেওয়া হয়নি পাকিস্তান দলের (Pakistan Cricket Team) তরফে। ইমাম মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর কনকাশন সাব হিসেবে ব্যাট করতে নামেন উসমান খান। যে মুহূর্ত ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এদিকে এই ম্যাচও ৪২ রানে হারতে হয়েছে পাকিস্তানকে। তিন ম্যাচের সিরিজে ০-৩ হোয়াইটওয়াশ হতে হল তাদের।