Myanmar Earthquake: বিধ্বস্ত মায়ানমারের পাশে ভারতের হাত

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: মায়ানমারে ভূমিকম্প পরবর্তী ত্রাণে ভারতের বড়সড় সহায়তা। মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প (Myanmar Earthquake) আঘাত হানার পর থেকে গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক ও শোকের ছায়া। এখনও পর্যন্ত পাওয়া তথ্যানুসারে, এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬৪৪ জন। এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে বহু মানুষ। উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এই মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয়ের মাঝে মায়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলির (Rebel Armed Groups) পাশে দাঁড়িয়েছে ভারত।

প্রসঙ্গত, ভারত ও মায়ানমার প্রতিবেশী দেশ। অতীতে বহু প্রাকৃতিক দুর্যোগের সময় ভারত পাশে থেকেছে। এই সাম্প্রতিক ভূমিকম্পেও ভারতের দ্রুত পদক্ষেপ এবং উদার সহায়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দুর্যোগের ২৪ ঘণ্টার মধ্যেই ভারত প্রথম দফার HADR (Humanitarian Assistance and Disaster Relief) সামগ্রী মায়ানমারে পাঠায়। এর মধ্যেই ছিল ওষুধ, ত্রিপল, শুকনো খাবার, জলের বোতল, এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম। দ্বিতীয় পর্যায়ে এবার ৪৪২ মেট্রিক টন খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হল।
এই খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, গম, তেল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। এগুলি দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Annapurna Puja: মা অন্নপূর্ণার কৃপা পেতে চান? এই ছোট্ট কাজটিই যথেষ্ট!

বিদ্রোহী গোষ্ঠী ‘পিপলস ডিফেন্স ফোর্স’ বা PDF (People’s Defence Force) ঘোষণা করেছে, তারা ৩০ মার্চ থেকে পরবর্তী দুই সপ্তাহের জন্য সংঘর্ষবিরতির (Ceasefire) পথে হাঁটবে। তাদের বক্তব্য, এই মুহূর্তে সবার আগে প্রয়োজন সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, এবং সেই কারণেই তারা সব ধরনের সামরিক সংঘর্ষ থেকে বিরত থাকবে, যাতে উদ্ধারকাজ নির্বিঘ্নে চালানো যায়। অন্যদিকে, সামরিক শাসন বিরোধী রাজনৈতিক শক্তি ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’, যারা বর্তমানে আত্মগোপনে রয়েছে, তারাও এই সঙ্কটজনক মুহূর্তে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। তারা জানিয়েছে, রাষ্ট্রসংঘ (United Nations) এবং বিভিন্ন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওদের (NGOs) সঙ্গে যৌথভাবে তারা মায়ানমারের ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলিতে (Earthquake-hit Areas) মানবিক সহায়তা পৌঁছে দিতে প্রস্তুত।

বর্তমান ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে (Myanmar Earthquake) পরিস্থিতির গুরুত্ব পর্যবেক্ষণ করে তারা এবার রাজনৈতিক মতপার্থক্য ভুলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানিয়েছে, মায়ানমারের জনগণের জীবনরক্ষা এবং পুনর্গঠনের কাজ এখন তাদের অগ্রাধিকার। অর্থাৎ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও মানবিকতা কখনও হারিয়ে যায় না। মায়ানমারের ভূমিকম্পে যেভাবে বিদ্রোহী গোষ্ঠী ও রাজনৈতিক প্রতিপক্ষরা সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে, তা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। এখন দেখার, আন্তর্জাতিক মহল কতটা দ্রুত এই সংকটে সহযোগিতা করতে এগিয়ে আসে।অর্থাৎ, আবারও প্রমাণ হল মানবিক বিপর্যয়ে ভারত যে কোনও সময়ে প্রথম সারিতে থাকার জন্য প্রস্তুত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT