নিউজ পোল ব্যুরো: আপনি কি এক মিনিটে তিনটি রিল (Reels) দেখতে চান? এখন ইনস্টাগ্রামের (Instagram) নতুন ফিচারে (New Features) সেটাও সম্ভব, কেবল দ্রুত হাঁটতে শেখা দরকার! জানুন কীভাবে দেখবেন।
আরও পড়ুন: Amazon: চিন্তা নেই, আপনার শপিং করে দেবে Al
একটি নতুন ফিচার (New Features) চালু করেছে ইনস্টাগ্রাম (Instagram), যা গ্রাহকদের আরও বেশি আনন্দ এবং সুবিধা দেওয়ার জন্য ডিজাইন (Design) করা হয়েছে। এই ফিচারে রিল (Reels) দেখার গতি এখন দ্বিগুণ করা সম্ভব, যা রিল দেখতে আরও মজা দেবে। শুধু তাই নয় ভবিষ্যতে এই রিলগুলির দৈর্ঘ্যও তিন মিনিট পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে রিলের গতি বাড়ানোর পরেও গ্রাহকদের কোনও অসুবিধা হবে না বলে জানিয়েছে ইনস্টাগ্রাম (Instagram)। এটি এমন একটি ফিচার (New Features) যা আগেই টিকটক (TikTok) প্ল্যাটফর্মে ছিল এবং ইনস্টাগ্রামও সেই অনুকরণে এটি নিয়ে এসেছে।

এছাড়াও নতুন ফিচারে একটি রিমিক্স টুল (Remix Tool) রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা আরও সৃজনশীল এবং ইন্টার অ্যাকটিভ ভিডিও তৈরি করতে পারবেন। ইনস্টাগ্রামের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট অপারেটিং সিস্টেম (Operating System) বা দেশ অনুযায়ী এই ফিচারটি চালু করা হয়নি, তবে বিশ্বব্যাপী সকল গ্রাহক এটি ব্যবহার করতে পারছেন। নতুন ফিচারটি ব্যবহারের জন্য ইনস্টাগ্রামের অ্যাপটি আপডেট (Update) করা প্রয়োজন। তারপর গ্রাহকরা সেটিংস থেকে গতি বাড়ানোর অপশনটি চালু করে রিল দেখতে পারবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
যখন রিলটি দেখতে শুরু করবেন তখন স্ক্রিনের ডান বা বাঁ দিক ধরে রাখলে গতি বাড়তে থাকবে এবং যদি আঙুল তুলে নেন তবে তা আবার স্বাভাবিক গতিতে ফিরে আসবে। ইনস্টাগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্রাহকদের চাহিদা ও অভ্যস্ততার কথা মাথায় রেখেই এই ফিচারটি আনা হয়েছে। যারা কম সময়ে বেশি রিল দেখতে চান তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী হবে।
যেহেতু টিকটক (TikTok) ভারতের মধ্যে নিষিদ্ধ ফলে এই নতুন ফিচারটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ছোট ভিডিওর প্ল্যাটফর্ম হিসেবে এখন বেশিরভাগ ভারতীয়রা ইনস্টাগ্রামকে ব্যবহার করছেন। এই নতুন ফিচারের মাধ্যমে তাদের আরও একটি নতুন অভিজ্ঞতা মিলবে।