Jhargram Fire: পরপর অগ্নিকাণ্ডে উদ্বিগ্ন ঝাড়গ্রামবাসী

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফের আগুনের কবলে ঝাড়গ্রামের শাল মহুলের জঙ্গল। (Jhargram Fire) ঝাড়গ্ৰাম জেলার প্রাণকেন্দ্র শহরের একলব্য রামকৃষ্ণ মিশনের উল্টো দিকের শালবনে শুক্রবার দুপুরে হঠাৎ করে দাউ দাউ করে জ্বলতে দেখা যায় আগুন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ অঞ্চলে। চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়। স্থানীয়রা জানান, প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে তারা বিষয়টি বুঝতে পারেন এবং দ্রুত বনদপ্তর ও প্রশাসনকে খবর দেন। তবে অনেকেই অভিযোগ করেছেন, আগুন লাগার পরে যথাসময়ে পদক্ষেপ না নেওয়ার ফলে (Forest Department Negligence) আগুন আরও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:- Basanti Puja: দেড়শো বছরের ঐতিহ্যপূর্ণ এই বাসন্তী পূজা

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, জঙ্গলের মাটিতে শুকনো পাতা ও দাহ্য উপাদানের (Dry Leaves in Jungle | Flammable Materials) আধিক্যের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এই সময় অঞ্চলজুড়ে গরম বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা আরও কঠিন হয়ে পড়ে। এই ঘটনা নতুন নয় (Jhargram Fire)। এর আগেও জেলার বিভিন্ন জঙ্গলে একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবারই কিছু অসাধু ব্যক্তিরা (Miscreants Setting Forest Fire) পরিকল্পিতভাবে আগুন লাগায়, যার ফলে বারবার পরিবেশের বিপুল ক্ষতি হচ্ছে। ঝাড়গ্রামের বাসিন্দাদের মতে, এই অগ্নিকাণ্ডও পরিকল্পিত এবং কারা এর পেছনে রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই আগুনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। বনাঞ্চলের বহু গাছপালা পুড়ে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে (Jhargram Fire)। বিশেষ করে ছোট-বড় গাছ, ঝোপঝাড় সহ বন্যপ্রাণের (Wildlife Danger Due to Fire) প্রাণনাশের আশঙ্কা করা হচ্ছে। এলাকায় হরিণ, সজারু, খরগোশের মতো বহু প্রাণী বসবাস করে, যারা এই আগুনে ক্ষতিগ্রস্ত হতে পারে। স্থানীয় পরিবেশপ্রেমী এবং সচেতন নাগরিকরা বনদপ্তরের বিরুদ্ধে নজরদারির অভাবের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, নিয়মিত প্যাট্রোল ও মনিটরিং (Forest Patrol | Surveillance) হলে এমন ঘটনা ঘটত না। পাশাপাশি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উঠেছে—যাতে কেউ ইচ্ছাকৃত বা অসাবধানতাবশত এমন কাজ না করেন। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, আগুন নেভানোর চেষ্টা চলছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। পাশাপাশি তদন্ত শুরু হয়েছে আগুন লাগার পেছনে কারা দায়ী, তা খুঁজে বের করার জন্য।