নিউজ পোল ব্যুরো: রাম নবমী (Ram Navami 2025) ঘিরে এবার রাজ্যজুড়ে (India Festivals) নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা (Security Alert)ব্যবস্থা। ৬ এপ্রিল, রবিবার, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে (Chaitra Navami) পালিত হতে চলেছে ভগবান রামের জন্মতিথি। এই উৎসব উপলক্ষে সারা ভারত জুড়ে পালিত হয় ধর্মীয় আয়োজন ও শোভাযাত্রা (Religious Procession)। এই শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার ভক্ত, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ।

সূত্রের খবর, এবার রাম নবমীর (Ram Navami 2025) মূল অনুষ্ঠান হবে রবিবার দুপুর ১২টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত। এই দীর্ঘ সময় ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বড়ো মাপের জমায়েত ও শোভাযাত্রার সম্ভাবনা রয়েছে। তাই এই উৎসব ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য রাজ্য প্রশাসন আগে থেকেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে স্পর্শকাতর (Sensitive Areas) হিসেবে চিহ্নিত এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। শিলিগুড়ি, মালদহ, ইসলামপুর ও কোচবিহারে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী (Police Deployment)। উত্তরবঙ্গের আই জি, রাজেশ কুমার যাদব জানান, গতবছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা গুলিতে অশান্তি রুখতে এই বছর আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় বাড়তি পুলিশ (Police) মোতায়েন করা হয়েছে। থাকবে বিশেষ পর্যবেক্ষক ও উচ্চপদস্থ অফিসারদের (Senior Officers) উপস্থিতি।
রাম নবমী (Ram Navami 2025) উপলক্ষে ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল (Leave Cancelled) করা হয়েছে। কোনও পুলিশ কর্মীকে ছুটিতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, যাতে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়।

আরও পড়ুন: Howrah Station: এসটিএফের অভিযান, উদ্ধার পিস্তল-গুলি!
এছাড়া, রাম নবমী উপলক্ষে (Ram Navami 2025) মোতায়েন করা হয়েছে এক্সট্রা ফোর্স (Extra Force)। স্পর্শকাতর এলাকাগুলিতে বসানো হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা (CCTV Surveillance)। রাস্তাঘাট, জনবহুল এলাকা, মন্দির ও শোভাযাত্রার মূল রুটে থাকছে চব্বিশ ঘণ্টার ভিডিও নজরদারি। তবে শুধু মাঠে নয়, এবার প্রশাসন নজর দিচ্ছে ভার্চুয়াল দিকেও। সোশাল মিডিয়াতেও (Social Media Monitoring) চালানো হচ্ছে কঠোর নজরদারি। বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো, উস্কানিমূলক পোস্ট বা গুজব রটানোর চেষ্টাকে কঠোর হাতে দমন করা হবে বলে জানানো হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT