Ram Navami: শোভাযাত্রার বিশৃঙ্খলা রুখতে পুলিশের নজরদারি

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: হাতে মাত্র আর একটা দিন। তারপরেই রাজ্য জুড়ে রামনবমী (Ram Navami)। রামনবমী (Ram Navami) উপলক্ষে শোভাযাত্রা ও মিছিলের বিষয়ে পুলিশ বেশ কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে জানানো হয়েছে, রামনবমীর শোভাযাত্রায় কোনো ধরনের মোটরবাইক (Bike) মিছিলের অনুমতি দেওয়া হবে না। যারা এই নির্দেশিকা অমান্য করে মিছিল করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা Legal system) গ্রহণ করা হবে। একইসাথে কোনো ডিজে (DJ) বাজানোও সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। লালবাজারের (Lalzbazar) সূত্রে খবর, কলকাতা নগরপালের এই নির্দেশিকা সমস্ত থানাকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: Chingrighata: অসতর্কতায় ভেঙে পড়ল উড়ালপুলের হাইট বার

পুলিশের (Police) এই সিদ্ধান্তে (Decision) আদালতের রায়ের গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে মিছিলে অস্ত্রের প্রদর্শন করা যাবে না। এক্ষেত্রে যারা ওই রায় লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিছিলের উদ্যোক্তাদেরকে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশিকা মনে করিয়ে দেওয়ার জন্য থানাগুলিকে বলা হয়েছে। বেশ কিছু মিছিলের উদ্যোক্তাদের সঙ্গে পুলিশ কর্মকর্তারা কোনো বৈঠক করেননি ফলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পুলিশের এক কর্তা।

এছাড়া, কলকাতার (Kolkata) বিভিন্ন অংশে মোট ৬০টির বেশি রামনবমী শোভাযাত্রা বের হওয়ার কথা। পুলিশ সূত্রে খবর, কাশীপুর, বড়বাজার, এন্টালি, খিদিরপুর, পিকনিক গার্ডেনসহ শহরের বিভিন্ন অঞ্চলে মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলের পুরো পথ নজরদারি করা হবে এবং প্রয়োজন হলে ক্যামেরা ভাড়া করা হবে। মিছিলের উপর সর্বদা নজরদারি রাখতে ভিডিওগ্রাফারও রাখা হবে। এছাড়া, শহরে আইনশৃঙ্খলা বজায় রাখতে ১২টা থেকে পণ্যবাহী গাড়ির চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

রাজনৈতিক দলগুলির মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই মিছিলে অংশগ্রহণ করবেন বলে সূত্রের খবর। পুলিশের পক্ষ থেকে ড্রোন, বডি ক্যামেরা এবং ছাদ থেকে নজরদারি চালানোর ব্যবস্থাও করা হচ্ছে। মিছিলের পথে যাতে কোনো ধরনের ইট বা পাথরকুচি না পড়ে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।