Saltlake Accident: আইটি কর্মীর মর্মান্তিক মৃত্যু

breakingnews কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: শহরে ফের বেপরোয়া বাসের গতি কাড়ল প্রাণ। শনিবার সকালে সল্টলেকের ওয়েবেল মোড়ে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা (Saltlake Accident)। মৃত্যু হল ২৫ বছরের এক তথ্যপ্রযুক্তি কর্মীর। মৃত তরুণীর নাম রজনী মাহাতো। বাড়ি ধাপা মাঠপুকুর এলাকায়। তিনি একটি বেসরকারি অ্যাপ সংস্থায় কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা নাগাদ সাঁতরাগাছি-বারাসাত রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রজনীকে। সেই মুহূর্তে তিনি রাস্তা পার করছিলেন। ঠিক তখনই বাসের পিছনের চাকা চলে যায় তার মাথার উপর দিয়ে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয় না। হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:- Rail: আর ট্রেন লেট নয়, চালু হল নতুন পাওয়ার স্টেশন

ঘাতক বাসটিকে আটক করেছে বিধাননগর পুলিশ (Bidhannagar Police)। তবে ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক (driver absconding)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাটি (Saltlake Accident) কেন ঘটল- চালক মদ্যপ ছিলেন কিনা, বাসে অন্য কোনও ত্রুটি ছিল কি না—সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। এই মর্মান্তিক ঘটনায় ফের প্রশ্ন উঠেছে কলকাতা ও শহরতলির পথ নিরাপত্তা (road safety in Kolkata) নিয়ে। এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন উঠছে, শহরের রাস্তায় আদৌ কি নিরাপদ সাধারণ মানুষ?কিছুদিন আগেই শহরের এক শিশু বেপরোয়া বাসের বলি হয়েছিল। শহরের নানা এলাকায় একাধিকবার ঘটেছে এমন মর্মান্তিক দুর্ঘটনা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

নাগরিক সমাজের প্রশ্ন—কবে থামবে এই মৃত্যুমিছিল? কবে শহরের রাস্তায় ফিরবে নিরাপত্তা? তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির তরফেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে কর্মীদের সুরক্ষা নিয়ে। সল্টলেক, যা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ আইটি হাব (IT hub in Salt Lake), সেখানে এমন ঘটনায় (Saltlake Accident) আতঙ্ক ছড়িয়েছে তরুণ-তরুণীদের মধ্যে।আইটি কর্মী রজনীর মৃত্যুতে শোকের ছায়া সহকর্মীদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই।