Sourav Ganguly biopic: সৌরভের বায়োপিকে কে হচ্ছেন হিরোইন? নাম শুনলে চমকে যাবেন!

পেজ 3

নিউজ পোল ব্যুরো: অফসাইডের গড, গ্যালারির হৃদয়জয়ী নেতা, আর গোটা দেশের প্রিয় দাদা—সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সেই কিংবদন্তি উঠে আসছেন রুপোলি পর্দায় (Sourav Ganguly Biopic)। ক্যামেরার ফ্রেমে বাঁধা পড়তে চলেছে তার জীবন, তার লড়াই, আর একটি জাতির গর্ব হয়ে ওঠার যাত্রা।” বাঙালির আবেগ আর গর্বের নাম যদি কেউ হন, তবে তিনি নিঃসন্দেহে Sourav Ganguly। তার মাঠ কাঁপানো কভার ড্রাইভ, লর্ডসের ব্যালকনিতে জামা ঘোরানোর দৃশ্য, কিংবা টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে আত্মবিশ্বাসে ভরপুর সেই চোখের চাহনি—সবকিছুই আজও স্মৃতি হয়ে গেঁথে আছে হৃদয়ে। তাই যখন ঘোষণা হয়েছিল তার জীবনের ওপর বায়োপিক তৈরি হবে, তখন গোটা বাংলা রীতিমতো উত্তেজনায় ভেসে গিয়েছিল।

আরও পড়ুন:- Sreemoyee Chattoraj: মমতা শঙ্করের পাশে শ্রীময়ী, কী এমন ঘটল ছবিতে?

তবে সেই উত্তেজনায় কিছুটা জল ঢেলে দিয়েছিল বারংবার পিছিয়ে যাওয়া কাজ। অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো আর হচ্ছে না! কিন্তু না, আবার আলোচনায় ফিরে এসেছে সেই বহু প্রতীক্ষিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের জুলাইয়ের শেষেই শুরু হবে সিনেমার শ্যুটিং। ইতিমধ্যেই সৌরভ ও ছবির পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ান এর মধ্যে একাধিক বৈঠক হয়ে গেছে। শুরুতে শোনা গিয়েছিল রনবীর কাপুর (Ranbir Kapoor) এর নাম। পরে আলোচনায় উঠে আসে আয়ুষ্মান (Ayushmann Khurrana)—কারণ সৌরভের মতোই তিনিও বাঁহাতি ব্যাটসম্যান। ক্রিকেট প্রেমীদের মতে, এই মিলই হতে পারে বড় প্লাস পয়েন্ট। কিন্তু সব জল্পনা ছাপিয়ে শেষমেশ সামনে এসেছে রাজকুমার রাও (Rajkummar Rao) এর নাম। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি ছবি, (Sourav Ganguly Biopic) যেখানে সৌরভের এক পুরোনো ছবির সঙ্গে রাজকুমারের লুক অবিকল মিলেছে। যদিও কিছুজনের মতে, ওই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো। তবুও তাতে উন্মাদনায় ভাটা পড়েনি মোটেও।

তবে ‘দাদা’-কে ঘিরে যতটা কৌতূহল, তার চেয়ে কম নয় ‘ডোনা’-কে ঘিরেও। কে হবেন সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) চরিত্রে, তা নিয়েও চলছে টানাটানি। কিছুদিন আগেই সৌরভ জানিয়েছিলেন, তার মেয়ে সানা নাকি তৃপ্তি দিমরি (Triptii Dimri) কে বেশ পছন্দ করেছে এই চরিত্রের জন্য। অ্যানিম্যাল (Animal) ছবির পর তৃপ্তির জনপ্রিয়তা ও অভিনয় দক্ষতা তো প্রমাণিতই। কিন্তু পরবর্তী খবরে জানা যায়, ডোনার চেহারায় যে ঘরোয়া বাঙালিয়ানার ছাপ রয়েছে, তা নাকি তৃপ্তির মধ্যে নেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই কারণেই ছবির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া (Mukesh Chhabra) চাইছেন একেবারে বাংলার মাটির নায়িকাকে। সম্প্রতি মুকেশ এসেছিলেন কলকাতায় এবং তাকে দেখা গেছে ‘রক্তবীজ ২’ ছবির সেটে। এখান থেকেই জল্পনা আরও ঘনীভূত হয়েছে—ডোনার চরিত্রে দেখা যেতে পারে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) কে। যদিও এখানেই থেমে থাকছে না তালিকা—আরও এক জনপ্রিয় নাম উঠে এসেছে, তা হল ইশা সাহা (Ishaa Saha)।

সব মিলিয়ে, এই বায়োপিক যেন হয়ে উঠেছে বাংলা সিনেমার ‘হটেস্ট টপিক’। কে হবেন ‘দাদা’? কে হবেন ‘ডোনা’? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন (Sourav Ganguly Biopic)। তবে নিশ্চিত, যেই এই চরিত্রগুলোয় আসুন না কেন, বাঙালির আবেগ, গর্ব আর ভালোবাসা মিলেই এই ছবি হয়ে উঠবে ইতিহাস।