নিউজ পোল ব্যুরো: ফের শিরোনামে রাজারহাট। দুদিন আগেই রাজারহাটের (Rajarhat) নারায়ণপুরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার রাজারহাট ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের এক নির্বাচিত পঞ্চায়েত সদস্যের প্রকাশ্য ‘দাদাগিরি’তে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের নাম দীপক ঢালী। শনিবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য শিখরপুর আড়বেড়িয়া প্রাইমারি স্কুলের খেলার মাঠের কাছে বিবাদে জড়িয়ে পড়েন। তা প্রতিরোধ করতে গেলেই শুরু হয় ধস্তাধস্তি। এমনকী, প্রকাশ্যে বাঁশ দিয়ে এক ব্যক্তিকে বেধড়ক পেটাতেও দেখা গিয়েছে। দিনে-দুপুরে মারধোরের সেই দৃশ্য দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরাই প্রহৃত ব্যক্তিকে কোনক্রমেও ক্ষিপ্ত পঞ্চায়েত সদস্যের হাত থেকে রক্ষা করেন। একজন নির্বাচিত দায়িত্ববান জনপ্রতিনিধির এহেন আচরণ ঘিরে তীব্র জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, দখলদারিতে শায়েস্তা করতে কি ভাবে একজন পঞ্চায়েত সদস্য নিজের হাতে আইন তুলে নিলেন? যদিও অভিযুক্ত পঞ্চায়েত সদস্য দীপক ঢালীর সাফাই, “স্থানীয় কয়েকজন জোরপূর্বক আড়বেড়িয়া সরকারি প্রাইমারি স্কুলের জমি দখল করে একটি লোহার হোডিং কাঠামো তৈরি করছিল। তা প্রতিরোধ করতে গিয়ে নিজে বেসামাল হয়ে গেছিলাম। ভুল হয়েছে। আগে এমন ঘটনা কখনও হয়নি।”
আরও পড়ুনঃ Ram Navami: নির্বাচনের আগে রাম নবমী! রাজ্যে বাড়ানো হল নিরাপত্তা
এই প্রসঙ্গে উল্লেখ্য, দুই দিন আগেই দুদিন আগেই রাজারহাটের নারায়ণপুরে তৃণমূলের (TMC) গোষ্ঠী দ্বন্দ্বের জেরে গুলি চলার খবর সামনে এসেছিল। গুলি কাণ্ডে (Rajarhat Shoot Out) দুজনকে গ্রেফতার করে নারায়ণপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ উদ্ধার করা হয় এক রাউন্ড গুলি। ধৃতদের নাম সাজিদ খান ওরফে ছোটু এবং তাজ ইলিয়াস জনি। শুক্রবার রাজারহাটের নারায়ণপুর দক্ষিণে প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) অনুগামী আজাদ বাবার উপর গুলি চালানোর ঘটনায় দুজনকে গ্রেফতার করে নারায়ণপুর থানার পুলিশ। শুক্রবার রাতে তাদের মধ্যমগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr