নিউজ পোল ব্যুরো : রাজ্যজুড়ে রাম নবমীর (Ram Navami) আবহ। রাম নবমীকে কেন্দ্র করে দিকে দিকে পথে নেমেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি (BJP)। রবিবার রাম নবমী উপলক্ষ্যে কলকাতাসহ বাংলার একাধিক জায়গায় ধর্মীয় মিছিলের কর্মসূচি রয়েছে বঙ্গ বিজেপির। হবে অস্ত্র মিছিলও। এদিকে তার আগে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশমাফিক পাল্টা পথে নামল শাসকও। জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির (Medicine Price Hike) প্রতিবাদে শনিবার ঝাড়গ্রামে (Jhargram) মিছিল এবং পথসভা করে তৃণমূল।
আরও পড়ুনঃ Suvendu Adhikari : মমতার গড়ে রাম নবমীর বিরাট মিছিল বিজেপির! শুভেন্দু থাকছেন কি?
এক ধাক্কায় ৭৪৮টি জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে (Medicine Price Hike) গত ১ এপ্রিল থেকে। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রনাধীন সংস্থা ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’র সবুজ সংকেতে দেশজুড়ে ফের বৃদ্ধি পেয়েছে এই সমস্ত ওষুধের দাম। এই ঘটনার প্রতিবাদে সরল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে ওষুধের বর্ধিত দাম প্রত্যাহারের আর্জি জানানোর পাশাপাশি প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন তিনি। ৪ এবং ৫ এপ্রিল ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচির ডাক দেন তিনি। সেই নির্দেশ মতই শনিবার ঝাড়গ্রামের খড়িকামাথানীতে পথে নামল নয়াগ্ৰাম ব্লক তৃণমূল কংগ্রেস।

৭৪৮টি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিকে (Medicine Price Hike) ‘জনবিরোধী নীতি’ আখ্যা দিচ্ছে তৃণমূল। মমতা বলেছিলেন, “এর প্রতিবাদ এখন না করা হলে কেন্দ্রের স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য পরিষেবা হাতের বাইরে বেরিয়ে যাবে।” সেই কথা মাথায় রেখেই এদিন বিক্ষোভ মিছিল এবং পথসভার মাধ্যমে জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদ হয় নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
খড়িকামাথানী বাজারে মিছিল এবং পথসভার নেতৃত্ব দেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, নয়াগ্ৰাম ব্লক তৃণমূলের সভাপতি রমেশ রাউত, নয়াগ্ৰাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা প্রমুখ। মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমি শকড। মানুষ কীভাবে চিকিৎসা করাবে? এক শতাংশ মানুষ, যারা কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করতে পারেন, শুধুই কি তাদের জন্যই সরকার চলবে?” একই সুর শোনা গিয়েছে বিধায়ক দুলাল মুর্মুর গলাতেও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির কথা তুলে ধরেন তিনি। এর পাশাপাশি মানুষের জন্য একাধিক জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির সমালোচনা করে দ্রুত দাম কমানোর দাবি জানানো হয়।