নিউজ পোল ব্যুরো: আজ রবিবার সারা দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী (Ram Navami 2025)। গত ক’দিন ধরেই রাজ্যজুড়ে সক্রিয় (Ram Navami Weather) রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation), যার জেরে বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ জুড়েই। এর জেরে তীব্রভাবে প্রভাব পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। রাজ্যজুড়ে চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে উত্তরবঙ্গ (North Bengal)—সব জেলাতেই রোজকার মতো আকাশ মেঘলা থাকবে, সঙ্গে ঝড়-বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার (Thursday) পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ (Thunderstorm with Rain) হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:- Saturday Weather: এপ্রিলেই আবহাওয়ার মুড সুইং!
রবিবার রাম নবমীর দিন (Ram Navami Weather) দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। যদিও ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি (Scattered Rain) হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার (Monday) থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। বৃষ্টি বাড়বে এবং বইবে ঝোড়ো হাওয়া (Gusty Wind), যার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টায়। সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় শিলাবৃষ্টিরও (Hailstorm)। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম—এই সব জেলায় সপ্তাহজুড়ে বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা প্রবল। আজ রবিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির আগেও তাপমাত্রা বাড়ায় এবং বাতাসে জলীয় বাষ্প (Humidity) বেশি থাকায় দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি (Discomfort due to Humidity) বেড়েই চলেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
উত্তরবঙ্গেও (North Bengal Weather) নতুন সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা প্রবল। রবিবার দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলগুলিতে বৃষ্টি হতে পারে (Ram Navami Weather)। সোমবার থেকে বৃষ্টি আরও বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং—সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এই অবস্থায় রামনবমীর দিন ছুটির মেজাজে বাইরে বেরনোর আগে একবার আবহাওয়ার আপডেট দেখে নেওয়াই ভাল!