নিউজ পোল ব্যুরো: রাম নবমী (Ram Navami) মানেই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ এক উৎসব। এই দিনটি শ্রীরামচন্দ্রের জন্মতিথি হিসেবে পালন করা হয় সারা দেশে। কিন্তু শিলিগুড়িতে (Shiliguri) এবারের রাম নবমী পালিত হতে চলেছে একেবারে অন্যরকম এক আয়োজনে (Siliguri- Ram Navami)। অভিনব এই উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি হার্ডওয়্যার মার্চেন্ট অ্যাসোসিয়েশন (Hardware Merchants Association)। জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়ার মতোই রামের জন্মতিথিও উদযাপন করতে চলেছে তারা — আর তারই অংশ হিসেবে শহর জুড়ে রামভক্তদের মধ্যে বিতরণ করা হবে লক্ষাধিক লাড্ডু (Laddoo Distribution)।
আরও পড়ুন:- South Dinajpur-Ram Navami: রাম পূজায় ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস!

হার্ডওয়্যার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সঞ্জয় গোয়েল (Sanjay Goel) “আমরা আমাদের নিজেদের জন্মদিন যেভাবে আনন্দের সঙ্গে পালন করি, তেমন ভাবেই রামের জন্মদিন অর্থাৎ রাম নবমীকেও পালন করি গত চার বছর ধরে। তবে এই বছর আমরা আরও বড়ো আকারে এই অনুষ্ঠান করছি।” এই উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রায় ২৫ জন কারিগরকে নিয়োজিত করা হয়েছে যারা ছয় দিন ধরে নিরলস পরিশ্রম করে প্রস্তুত করেছেন প্রায় সোয়া লক্ষ (১,২৫,০০০) লাড্ডু। এই লাড্ডুগুলিকে রাম নবমীর দিন শহরের রামভক্তদের মধ্যে বিতরণ করা হবে যারা মিছিলে অংশগ্রহণ করবেন। আরও বলেন, “রাম নবমীর দিন সকাল ১১টা থেকে আমরা লাড্ডু বিতরণ শুরু করব। এই লাড্ডু শুধুমাত্র প্রসাদ হিসেবে নয়, শ্রীরামচন্দ্রের জন্মতিথিকে সম্মান জানিয়ে রামভক্তদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবেও দেওয়া হবে।” প্রতিবছরই রাম নবমী উপলক্ষে শিলিগুড়িতে নানা ধরনের আয়োজন (Siliguri-Ram Navami) দেখা যায়, কিন্তু এই লাড্ডু বিতরণের উদ্যোগ শহরবাসীর মধ্যে ইতিমধ্যেই এক বিশেষ আগ্রহ তৈরি করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
শিলিগুড়ির হার্ডওয়্যার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবছরের রাম নবমী (Siliguri-Ram Navami) উদযাপন সত্যিই নজরকাড়া। লক্ষাধিক লাড্ডু তৈরির এই বিশাল কর্মযজ্ঞ এবং তা বিতরণের প্রস্তুতি নিঃসন্দেহে শহরের ধর্মীয় ও সামাজিক পরিসরে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।