Ravichandran Ashwin : ইউটিউব চ্যানেল খুলে বিপাকে অশ্বিন, নিলেন চূড়ান্ত সিদ্ধান্ত

আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: একাধারে ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞ। এই মুহূর্তে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) পরিচয় ঠিক এমনই। এবারের আইপিএলে (IPL 2025) নিজের পুরনো দল চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) ফিরে এসেছেন ভারতের প্রাক্তন অফস্পিনার। তবে এর পাশাপাশি ক্রিকেট বিশ্লেষকের ভূমিকাতেও দেখা যাচ্ছে তাঁকে। তিনি নিজে সবসময় না থাকলেও তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল প্রতিটি ম্যাচের বিশ্লেষণ করছে।

আরও পড়ুনঃ Indian Cricket Team : প্রস্তুতি ছাড়াই ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবেন রোহিতরা

তবে এবারে এই ইউটিউব চ্যানেলের কারণেই বিপাকে পড়েছেন ভারতীয় ক্রিকেটের ‘অ্যাশ’। আরও ভাল করে বললে, তাঁর ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণের কারণে। এখানে উল্লেখ্য, চলতি মরশুমে চেন্নাইয়ের হয়ে খেলছেন অশ্বিন (Ravichandran Ashwin)।‌ আবার তাঁর চ্যানেল চেন্নাইয়ের ম্যাচগুলিরও বিশ্লেষণ করছে। এমনই এক বিশ্লেষণের জেরে বিতর্কে জড়িয়েছেন অশ্বিন।

Ravichandran Ashwin

অশ্বিনের চ্যানেলে যে’কজন বিশ্লেষককে দেখা যায় তাঁদের মধ্যে অন্যতম হলেন প্রসন্ন আগোরাম। ইনি ভারতীয় বংশোদ্ভুত। থাকেন দক্ষিণ আফ্রিকায়। এহেন প্রসন্ন জানান, চেন্নাই দলে অশ্বিন (Ravichandran এবং রবীন্দ্র জাদেজার মত স্পিনার থাকতে আফগানিস্তানের নূর আহমেদকে (Noor Ahmed) খেলানোর যুক্তিই নেই। বরং এই জায়গায় একজন বিদেশি ব্যাটারকে খেলালে কাজ দিত। আর এই কথাতেই চটে গিয়েছে সিএসকে (CSK) সমর্থকরা।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

চলতি আইপিএলে অশ্বিন-জাদেজার তুলনায় অনেক ভাল বল করছেন নূর। বেগুনি টুপির দৌড়ে রয়েছেন তিনি। এই অবস্থায় তাঁকে কীভাবে দলের বাইরে রাখা যায়? এই প্রশ্ন তুলে প্রসন্নর সমালোচনা করছেন হলুদ জার্সির সমর্থকরা। আর এই বিতর্কের মুখে পড়েই এক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রবিচন্দ্রন অশ্বিনের চ্যানেল। কারও ব্যক্তিগত মতামতের জন্য অশ্বিন বা তাঁর চ্যানেল কোনও ভাবেই দায়ী নয়, এই কথা জানানোর পাশাপাশি ঘোষণা করা হয়েছে, বাকি মরশুমে চেন্নাইয়ের কোনও ম্যাচের বিশ্লেষণ আর তারা করবে না। তবে অন্য দলগুলির ম্যাচের বিশ্লেষণ অবশ্যই করা হবে বলে জানানো হয়েছে।