নিউজ পোল ব্যুরো: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে (Netaji Indoor Stadium) মুখ্যমন্ত্রী চাকরি হারানোর জন্য বারবারে দায়ি করেছে সিবিআইকে (CBI)। কাঠগোড়ায় তুলেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। নিয়োগ দুর্নীতি নিয়ে (SSC Recruitment Scam) সেই সময়েই বিধানসভার বাইরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সঙ্গে দিলেন হুঁশিয়ারিও।
‘যোগ্য প্রার্থীদের কারও চাকরি যেতে দেব না’ এই আশ্বাস যখন দিচ্ছেন মুখ্যমন্ত্রী সেই সময়েই বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু হুঁশিয়ারির সুরে বলেছেন, ‘১৫ এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা না দিলে, ২১ এপ্রিল লক্ষ মানুষ পতাকা ছাড়া নবান্নে যাবে।’ তিনি রাজ্যকেই ঘটনার জন্য দায়ী করে বলেছেন, “রাজ্য ওএমআর নষ্ট করেছে, গাজিয়াবাদ থেকে সিবিআই ওএমআর পুনরুদ্ধার করে প্রকাশ করার ফলেই যাঁরা বঞ্চিত যোগ্য, তাঁরা বুক বাজিয়ে বলতে পারছেন, যে তাঁরা যোগ্য। না হলে অর্থনৈতিক বিপর্যয়ের সঙ্গে সঙ্গে সামাজিক বিপর্যয়ও নেমে আসত। সিবিআই-এর হার্ড ডিস্কের জন্যই। ” শুভেন্দুর কথায়, “এসপি সিনহার নেতৃত্বে মন্ত্রীর ওএসডি, WBCS অভিজিতবাবুকে সিলেকশন কমিটিতে ঢুকিয়ে এসএসসি-র অটোনমি বডি শেষ করেছেন।” শুভেন্দু বলেন, “সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ১৬ বার শুনানি হয়েছে। সব স্টেড হোল্ডারদের বলার সুযোগ দিয়েছেন। তিনি কোটি কোটি টাকা খরচ করে অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দিয়েছেন। ১৬ বারে একবারও যোগ্য অযোগ্য তালিকা দেয়নি।”
আরও পড়ুনঃ Road Accident in Kolkata: বাইকে ধাক্কা বাসের, মর্মান্তিক মৃত্যু বাইক আরোহীর
চাকরিহারাদের উদ্দেশে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “স্বেচ্ছাশ্রম দেবেন না। এরা সিভিক টিচার হবেন না। আপনারা আইনজীবী ঠিক করুন। টাকা লাগবে না। আমরা বিজেপি এমএলএরা টাকা দেব। একমাসের বেতন দিয়ে দেব। ১৬ বার শুনানি হয়েছে। যোগ্যদের তালিকা দিলে, এই দৃশ্য দেখতে হত না।” বিরোধী দলনেতার অভিযোগ, “নেতাজি ইন্ডোরে বেশিরভাগ চাকরিহারা ঢুকতে পারেননি। কারও বক্তব্য শুনতে চাননি মুখ্যমন্ত্রী।” শুভেন্দুর হুঁশিয়ারি, “আগামী ১৫ এপ্রিলের মধ্যে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পেশ করতে হবে। না করলে আগামী ২১ এপ্রিল পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নের দিকে যাবে। আমাদের ডাকলে পতাকা ছাড়া নবান্নের সামনে যাব। বিক্ষোভ সমাবেশ করব। জেলে যেতে হলে যাব।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT